India & World UpdatesSportsBreaking News
বিসিসিআই মসনদে সৌরভSourav enters the arena of BCCI
২৩ অক্টোবর : ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের মসনদে বসে পড়লেন সৌরভ গাঙ্গুলি। বুধবার আনুষ্ঠানিকভাবে বোর্ড সভাপতির দায়িত্ব নিলেন সৌরভ। সচিব পদে দায়িত্ব নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহ। কোষাধ্যক্ষ পদে দায়িত্ব নিলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুরের ভাই অরুণ ধুমল।
কোনও পদেই নির্বাচন হয়নি। লক্ষীপুজোর রাতেই ঠিক হয়ে গিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হবেন সৌরভ। আজ তাতে সীলমোহর পড়ল। বুধবার বোর্ডের বার্ষিক সাধারণ সভায় নতুন দায়িত্ব বুঝে নিলেন সৌরভ। বিসিসিআই টুইট করে জানিয়েছে, ‘সরকারিভাবে বিসিসিআইয়ের সভাপতি হলেন সৌরভ গাঙ্গুলি।’
বৃহস্পতিবারই গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছেন সৌরভ। নির্বাচকদের সঙ্গে আলোচনা করবেন। এদিনই বাংলাদেশ সিরিজের জন্য হবে দল নির্বাচন। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গেও বৈঠক করবেন সৌরভ। ধোনির ভবিষ্যত্ নিয়েও আলোচনা সারবেন। নিতে পারেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। নতুন বোর্ড সভাপতি সৌরভের কাছে রয়েছে আগামী বছরের সেপ্টেম্বর অবধি সময়। তারপর কুলিং অফ পিরিয়ডে যেতে হবে সৌরভকে।