Barak UpdatesBreaking News

বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ মিনিট থেকে সূর্যগ্রহণ
Solar Eclipse on Thursday from 8.40 AM

২৫ ডিসেম্বর: বৃহস্পতিবার সূর্যগ্রহণ৷ শিলচরে তা দেখা যাবে সকাল ৮টা ৪০ মিনিট ১৫ সেকেন্ডে৷ শেষ হবে বেলা ১১টা ৪১ মিনিট ৫৯ সেকেন্ডে৷ হাইলাকান্দি, করিমগঞ্জেও প্রায় একই সময়ে গ্রহণ লাগবে৷ শুধুই কয়েক সেকেন্ডের ব্যবধান৷ করিমগঞ্জে শুরু হবে ৮টা ৩৯ মিনিট ১৩ সেকেন্ডে৷ হাইলাকান্দিতে ৮টা ৩৯ মিনিট ২৬ সেকেন্ডে৷ শেষ হওয়াও একইভাবে তিন জেলার মধ্যে কয়েক সেকেন্ডের বেশ কম৷ করিমগঞ্জে ১১টা ৪০ মিনিট ৩৫ সেকেন্ডে৷ হাইলাকান্দিতে শেষ হবে ১১টা ৪১ মিনিট ৩৩ সেকেন্ডে৷

গ্রহণে সূর্যের ৮৯.৪ শতাংশ ঢেকে যাবে বাঙ্গালুরুতে৷  চেন্নাইতে তা ৮৪.৬ শতাংশ৷ সে তুলনায় বরাক উপত্যকায় ঢাকবে খুবই কম৷ মাত্র ৩৫ শতাংশ৷

হাইলাকান্দি শহরের শ্যামাচরণ এলপি স্কুলে এই গ্রহণ দেখানোর ব্যবস্থা করেছে আসাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ, হাইলাকান্দির প্রিসায়েন্সিয়া কোচিং সেন্টার ও আর্যভট্ট সায়েন্স সেন্টার এবং শিলচরের বরাক অ্যাস্ট্রনমি ক্লাব৷ সকাল সাড়ে ৮টার মধ্যে তারা টেলিস্কোপ এবং পিন হোল ক্যামেরা নিয়ে স্কুল প্রাঙ্গণে উপস্থিত থাকবেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker