Barak UpdatesHappeningsBreaking News
এলপিজির মূল্যবৃদ্ধি: করিমগঞ্জেও এসইউসিআইর বিক্ষোভ
১৭ ডিসেম্বর: দুই ধাক্কায় রান্নার গ্যাসের দাম বাড়লো ১০০ টাকা। বাজারে সবজির দামে আগুন, নিত্যপ্রয়োজনীয় সমস্ত জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে এমনিতেই সাধারণ মানুষ নাজেহাল৷ এর উপর মারাত্মকভাবে রান্নার গ্যাসের দাম বাড়ল, এ যেন মরার উপর খাড়ার ঘা। এইরূপ অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এসইউসিআই দলের করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে সন্তরবাজার পয়েন্টে বিক্ষোভ দেখানো হয়৷
পরে তাঁরা পেট্রালিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুতুল দাহ করেন। জেলা সম্পাদক অরুনাংশু ভট্টাচার্য বলেন, করোনার জেরে চারিদিকে আর্থিক সঙ্কট তীব্র রূপ ধারণ করেছে৷ জনসাধারণের রুজি-রোজগার প্রায় অনিশ্চিত ৷ এই সময়ে অত্যাবশ্যকীয় রান্নার গ্যাসের আকাশচুম্বী মূল্যবৃদ্ধি গরীব মানুষের পেটে লাথি মারার শামিল।
বৃহস্পতিবারের এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিমল চক্রবর্তী, তুষার দাস, বিষ্ণু দত্ত, নন্দন কুমার নাথ, অজয় চৌধুরী, দেবব্রত শুক্ল, রঞ্জিত চন্দ প্রমুখ।