India & World UpdatesBreaking News
মহারাষ্ট্রে আড়াই বছরের মুখ্যমন্ত্রিত্ব চায় শিবসেনাSiv Sena wants Chief Minister for 2 & half years in Maharashtra
২৬ অক্টোবরঃ মহারাষ্ট্রে আড়াই বছরের মুখ্যমন্ত্রিত্ব চায় শিবসেনা। প্রথম আড়াই বছর বড় শরিক বিজেপি-কে দিতে আপত্তি নেই। কিন্তু লিখিত দিতে হবে, আড়াই বছর পরে বিজেপি সরে যাবে। বাকি আড়াই বছর মুখ্যমন্ত্রিত্ব সামলাবে উদ্ধব ঠাকরের দল। নইলে অন্য কারও সঙ্গে জোট বাঁধার হুমকি শুনিয়ে রেখেছে।
রাজ্যের মোট ২৮৮ আসনের মধ্যে বিজেপির দখলে রয়েছে ১০৫টি, শিবসেনার ঝুলিতে ৫৬ আসন। মোট ১৬১। শরদ পওয়ারের এনসিপি (৫৪ আসন) ও কংগ্রেস (৪৪ আসন) মিলে মোট ৯৮টি আসন রয়েছে। এই জোটের অন্য তিন শরিক পেয়েছে চারটি আসন।
শনিবার শিবসেনার নতুন পরিষদীয় দলের বৈঠক হয়। সেখান থেকে বেরিয়েই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন পরিষদীয় দলের মুখপাত্র বিধায়ক প্রতাপ সরনায়েক। তিনি জানান, মুখ্যমন্ত্রী পদের অর্ধেক ভাগ দিতে হবে শিবসেনাকে। বিজেপির উচ্চতম নেতৃত্বকে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে। ৫০-৫০ ফরমুলা। মুখ্যমন্ত্রীর পদ দু’দলের মধ্যে সমান ভাগে ভাগ করতে হবে। মোট পাঁচ বছরের শাসনকালে আড়াই বছর মুখ্যমন্ত্রীর পদে থাকতে চাইছে শিবসেনা। আর বাকি আড়াই বছর বিজেপি। তবে শিবসেনার তরফে মুখ্যমন্ত্রী কে হবেন তা এখনও আনুষ্ঠানিক ভাবে ঠিক হয়নি বলে জানিয়েছেন বিধায়ক প্রতাপ। তবে পাল্লা যে আদিত্য ঠাকরের দিকেই ঝুঁকে রয়েছে, তার ইঙ্গিত মিলেছে।
বিজেপি শর্ত না মানলে তাঁরা অন্য কারও সঙ্গেও জোট বাঁধতে প্রস্তুত, এমন ইঙ্গিতও দিয়ে রাখলেন তিনি। বলেন, ‘‘বিজেপি যদি আমাদের দাবি না মানে, তা হলে আমাদের কাছে অন্য পথও খোলা রয়েছে। এই মুহূর্তে আমরা সেই অবস্থায় রয়েছি।’’ এই মুহূর্তে মহারাষ্ট্র বিধানসভার যে অঙ্ক, তাতে বিজেপিকে বাদ দিয়েও সরকার তৈরি হওয়া সম্ভব।