CultureBreaking News
সেতারেরও কর্মশালা হচ্ছে শিলচরেSitar workshop to be held at Silchar
২৫ জানুয়ারিঃ সেতার কর্মশালা হচ্ছে শিলচরে। সঙ্গীত, তবলা বাদন,গিটার, বিভিন্ন আঙ্গিকের নৃত্য ইত্যাদি নিয়ে প্রায়ই বড় পরিসরে চর্চা হয়ে থাকে । কিন্তু অনেকবছর পর এই সংস্কৃতির শহরে কোনোও বিশিষ্ট সেতার বাদকের কাছে তালিম পাবেন শিল্পীরা। আসছেন ওস্তাদ শাহিদ পারভেজের শিষ্য মুম্বাইর পণ্ডিত দেবজ্যোতি গুপ্ত। শহরের রাঙ্গিরখাড়ির শ্রীগুরু লেনের রাজর্ষি ভট্টাচার্যের বাড়িতে কর্মশালা চলবে ২৮ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত।
কর্মশালার মূল উদ্যোক্তা রাজর্ষি ভট্টাচার্য জানান, শিল্পীদের চাহিদা পূরণ,পাশাপাশি সুস্থ শাস্ত্রীয় ঘরানার গান-বাজনার চর্চা, এটাই আসল উদ্দেশ্য। শুধু বরাক নয়, উত্তর-পূর্বের বিভিন্ন রাজ্য থেকে প্রশিক্ষণার্থীরা অংশ নেবেন। এমনকী বাংলাদেশ থেকেও আসবেন শিল্পীরা। পন্ডিত দেবজ্যোতির শিষ্য রাজর্ষি এও জানিয়ে দেন তিনদিনের কর্মশালা করেই শেষ নয়। ৩১ জানুয়ারি থাকছে এক ঘরোয়া অনুষ্ঠান। এতে সেতার বাজিয়ে শোনাবেন শিক্ষার্থীরা। থাকবে তবলা ও সেতারের যুগলবন্দি। অনুষ্ঠানকে সফল করে তুলতে সাংস্কৃতিক বোদ্ধাদের উপস্থিতি কামনা করেছেন
English text here