Barak UpdatesBreaking News

৪৫০ পড়ুয়াকে নিয়ে রামকৃষ্ণ মিশনের শিবির
Silchar Ramakrishna Mission organises 2-day Value Orientation Camp for school students

১ জুন:শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে শুরু হল ‘ভ্যালু ওরিয়েন্টেশন ক্যাম্প’। দুদিনের এই স্কুল ভিত্তিক শিবির চলবে ২ জুন, রবিবার পর্যন্ত। অংশ নিচ্ছে অষ্টম, নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রীরা। শনিবার সকালে বৈদিক মন্ত্র পাঠের মাধ্যমে শিবিরের উদ্বোধন হয়। শিলচর মিশনের সম্পাদক স্বামী গণধিশানন্দ, স্বামী বৈকুণ্ঠনন্দ সহ দুই অতিথি বক্তা স্বামী হিত্কামানন্দ ও স্বামী সর্বভূতানন্দ উপস্থিত ছিলেন।

মিশনের আবাসিক পড়ুয়ার সমবেত সঙ্গীতের পর স্বাগত ভাষণ দেন স্বামী গণধিশানন্দ মহারাজ। চরিত্র গঠনের ওপরে গুরুত্ব দেন তিনি। আগরতলা মিশনের সম্পাদক স্বামী হিত্কামানন্দ ‘ছাত্র জীবনে স্বামী বিবেকানন্দ ও ভগিনী নিবেদিতার শিক্ষার বাস্তব প্রতিফলন’ বিষয়ে কথা বলেন। ‘যুব সমাজের উন্নয়ন ও স্বামী বিবেকানন্দের শৈক্ষিকদৃষ্টিভঙ্গি’ প্রসঙ্গে আলোচনা করেন শিলং মিশনের সম্পাদক স্বামী সর্বভুতানন্দ। তাছাড়া উধারবন্দ কাঁচাকান্তি বিদ্যমন্দিরের অধ্যক্ষ হরিহর চক্রবর্তীও বক্তব্য রাখেন।

এ দিন ৪৫ স্কুলের ৪৫০ জন অংশগ্রহনকারী ছিল। তাতে শামিল ছিলেন শিক্ষক-শিক্ষিকারাও। প্রতিযোগিতা মূলক কিছু কর্মসূচি ছিল। পাশাপাশি গান, কবিতা, আবৃত্তি, নাটক ইত্যাদিতে পড়ুয়াদের ভাল পরিবেশনা ছিল। পড়ুয়াদের নানা প্রশ্নের জবাব দেন মহারাজরা। খেলাধুলার পর্বও ছিল শেষের দিকে। অনুষ্ঠান সফল করে তুলতে মহারাজ, ব্রহ্মচারীদের সঙ্গে উল্লেখযোগ্য ভূমিকা নেন স্বেচ্ছাসেবকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker