Barak UpdatesAnalyticsBreaking News

শিলচরের সেন্ট্রাল জেল যাচ্ছে লক্ষীপুরে, জেলের স্থানে বোটানিক্যাল গার্ডেন
Silchar Jail to be shifted at Lakhipur; Botanical Garden to come up in its place

ওয়ে টু বরাক, ২৯ নভেম্বর ঃ শিলচরে থাকা সেন্ট্রাল জেল এ বার চলে যাচ্ছে লক্ষীপুরে। মঙ্গলবার ক্যাবিনেট বৈঠকের শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সরকারের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। আর বর্তমানে শহরের যে স্থানটিতে জেল রয়েছে, সেখানে একটি বোটানিক্যাল গার্ডেন হবে। গুয়াহাটি ফ্যান্সিবাজারে যে ডিজাইনের বোটানিক্যাল গার্ডেন হাতে নেওয়া হয়েছে, শিলচর জেলের স্থানে একই রকমের গার্ডেন তৈরি করা হবে।

মুখ্যমন্ত্রী বলেন, পার্ক তৈরির কাজ এখনই হাতে নেওয়া হয়নি। আগে জেল লক্ষীপুরে নির্মাণ করার পর সেটি প্রথমে পরিবর্তন করা হবে। পার্কের কাজ এরপরই হবে। তিনি আরও স্পষ্ট করে বলেন, জেল নির্মাণের বিষয়ে আজকের ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত হলেও পার্ক নির্মাণের কোনও অনুমোদন হয়নি। তা আগামী দু-তিন বছরে সম্পন্ন করা হবে বলে তাঁর আশা। তিনি বলেন, জেলের স্থানে পার্ক নির্মাণের পরিকল্পনা রাজ্য সরকার গ্রহণ করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker