Barak UpdatesBreaking News
শিলচরে জাতীয় পতাকা তুললেন পরিমল
Parimal Suklabaidya hoisted tricolour at Silchar

২৬ জানুয়ারি : শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে শনিবার সকালে কাছাড় জেলার কেন্দ্রীয় অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেছেন রাজ্যের বন, পরিবেশ, আবগারি ও মীন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। সকাল ন’টায় জাতীয় পতাকা উত্তোলনের পর তিনি আনুষ্ঠানিকভাবে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। সঙ্গে ছিলেন কাছাড়ের জেলাশাসক লায়া মাদ্দুরি ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার পিভিকে রাকেশ রেড্ডি।

প্রদত্ত ভাষণে তিনি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ব্যাপারে জনগণকে অবহিত করেন। কৃষকদের জন্য একাধিক প্রকল্প, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, দুর্বল শ্রেণির জন্য বিভিন্ন সুবিধা, স্বচ্ছ ভারত অভিযান ইত্যাদি একাধিক জনকল্যাণ মূলক প্রকল্প তাঁর ভাষণে গুরুত্ব পেয়েছে। দুই বিধায়ক দিলীপকুমার পাল ও আমিনুল হক লস্কর অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন।এ দিন স্বাধীনতা সংগ্রামী ভারতী দাস সহ অন্য কয়েকজনকে সম্মান জানানো হয়। পরে বিভিন্ন সরকারি বিভাগের পক্ষ থেকে ট্যাবলো প্রদর্শন করা হয়। শিলচর শহরের একাধিক সাংস্কৃতিক দল এ অঞ্চলের বিভিন্ন ভাষাগোষ্ঠীর পরম্পরাগত সংস্কৃতি নিয়ে হাজির ছিল। ধামাইল পরিবেশন করে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শিল্পীদল। পুলিশ প্যারেড গ্রাউন্ডে এই অনুষ্ঠানে জাতীয় ব্যায়াম বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে ব্যায়ামও প্রদর্শন করা হয়। ছিল পুরসভা,জনস্বাস্থ্য কারগরি বিভাগ, সর্বশিক্ষা মিশন সহ বিভিন্ন বিভাগের ট্যাবলোও।
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শনিবার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের তরফে বিভিন্ন হাসপাতাল ও কারাগারে ফল-মিষ্টি বিতরণ করা হয়। ছিল প্রদর্শনী ক্রিকেট ম্যাচও।

