Barak Updates
শিলচরে কংগ্রেসের গৌরব যাত্রায় ভালো সাড়াSilchar Congress takes out huge rally to mark completion of 75 years of Indian Independence
ওয়েটুবরাক, ১৪ আগস্ট : ভারতবর্ষের স্বাধীনতা প্রাপ্তির ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে শিলচর জেলা কংগ্রেস কমিটি এবং বিভিন্ন ব্লক কংগ্রেস কমিটির ব্যবস্থাপনায় স্বাধীনতার গৌরব যাত্রায় জেলা ব্যাপী ৭৫ কিলোমিটার পদযাত্রা রবিবার সফলভাবে সমাপ্ত হলো।
গতো ৯ আগস্ট কালাইন থেকে এই কার্যসূচি আরম্ভ হয়। পরে ধারাবাহিকভাবে গত কয়েকদিন কাছাড় জিলার বিভিন্ন ব্লকে স্বাধীনতার গৌরব যাত্রা হয়। শেষে এ দিন শিলচর শহর কংগ্রেস কমিটি এবং শিলচর ব্লক কংগ্রেস কমিটির যৌথ উদ্যোগে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে আনুষ্ঠানিকভাবে এর সমাপ্তি ঘোষণা করা হয়। রবিবারের পদযাত্রায় নেতৃত্ব দেন জেলা কংগ্রেস সভাপতি তমালকান্তি বণিক।
ব্যতিক্রমী আয়োজন হয় এ দিন। মিছিলের শুরুতে সুসজ্জিত গাড়িতে স্বাধীনতা সংগ্রামীদের আদলে শিশুশিল্পী দের সাজিয়ে শহর পরিক্রমা করা হয়। বৃষ্টিভেজা বিকেলকে পরোয়া না করে শোভাযাত্রা উৎসাহ উদ্দীপনার সঙ্গে এগিয়ে যায়। কংগ্রেস কর্মীদের উৎসাহ ছিলো চোখে পড়ার মতো।
উপস্থিত ছিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক তথা আসাম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি কমলাক্ষ দে পুরকায়স্থ, সাধারণ সম্পাদক ( প্রশাসন) অপূর্ব ভট্টাচার্য, বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, কাটিগড়ার বিধায়ক খলিল মজুমদার, প্রাক্তন মন্ত্রী অজিত সিংহ, প্রাক্তন বিধায়ো রুমি নাথ, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র পার্থরঞ্জন চক্রবর্তী, সঞ্জীব রাই, জেলা কংগ্রেসের দুই প্রাক্তন সভাপতি প্রদীপ কুমার দে, অরুণ দত্ত মজূমদার, শহর কংগ্রেস সভাপতি অতুনু ভট্টাচার্য, ব্লক কংগ্রেস সভাপতি ইকবাল হোসেন লস্কর, কিশোর ভট্টাচার্য, আজমল হোসেন লস্কর, সহ জেলা কংগ্রেস, মহিলা কংগ্রেস, যুব কংগ্রেস, এন, এস, ইউ, আই, সেবাদল, ইয়ং ব্রিগেড সহ বিভিন্ন ব্লক কংগ্রেসের নেতৃবৃন্দ।