Barak UpdatesBreaking News
প্রস্তুতি চূড়ান্ত, বেলা ২টায় পৌঁছবেন মোদিSilchar all ready to welcome PM Modi
৩ জানুয়ারি : প্রধানমন্ত্রী হিসেবে ৫ বছরের মেয়াদ শেষের পথে এই প্রথমবার বরাক উপত্যকায় আসছেন নরেন্দ্র মোদি। শুক্রবার বেলা সাড়ে বারোটায় তিনি শিলচর শহর ঘেঁষা রামনগরে বিজেপির বিজয় সংকল্প সমাবেশে ভাষণ দেবেন। বিজেপির কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা কমিটির উদ্যোগে এই সমারোহের আয়োজন করা হয়েছে। মূলত আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখেই প্রধানমন্ত্রীর এই সফর।
এ দিকে, প্রধানমন্ত্রীর এই বরাক সফর উপলক্ষে উপত্যকায় নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করা হয়েছে। গত দু’দিন থেকে শিলচরে অবস্থান করছে প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা গোষ্ঠী এসপিজি। রামনগরে যেখানে জনসভা হবে, সেই স্থানটি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। ডিজিপি, ডিআইজি, জেলাশাসক, পুলিশ সুপার সহ সব উচ্চপদস্থ আধিকারিকরা সভাস্থলে গিয়ে যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখছেন। উপত্যকার তিন বিজেপি জেলা কমিটির প্রতিনিধিরাও সভাস্থলে রয়েছেন। রয়েছেন মন্ত্রী ও বিধায়করাও।
বিজেপির একটি সূত্র জানিয়েছে, শুক্রবার প্রধানমন্ত্রী নতুন দিল্লি থেকে বিশেষ বিমানে করে ইম্ফল আসবেন। মণিপুরের পূর্ব ইম্ফল জেলায় সকাল ১১টায় পৌঁছে তিনি বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের সূচনা করবেন। সেখান থেকে তিনি হেলিকপ্টারে করে শিলচর আসবেন বেলা প্রায় দুটো নাগাদ। রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বৃহস্পতিবার জানান, রামনগরে সভা শুরু হবে বেলা সাড়ে বারোটায়। প্রধানমন্ত্রী আসার আগে স্থানীয় নেতারা বক্তব্য রাখবেন।