Barak UpdatesBreaking News

আইসিইউতে সর্টসার্কিট, রক্ষা পেল শিলচর মেডিক্যাল
Short circuit at ICU, major mishap averted at Silchar Medical

2 ডিসেম্বর: অল্পের জন্য বড় অঘটন থেকে রক্ষা পেল শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল। ক্যাজুয়ালিটি সংলগ্ন জেনারেল আইসিইউ-তে আগুন ধরে গিয়েছিল। ঠিক সময়ে নজরে পড়ায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে চিত্কার চেঁচামেচি, কান্নাকাটি শুরু হয়ে যায় রোগী ও তাদের পরিজনদের মধ্যে। ছয় শয্যার আইসিইউতে তখন চারজন চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরর তড়িঘড়ি ট্রমা সেকশনের আইসিইউতে সরিয়ে নেয়। পরে শনিবার দুপুরে তাদের মেডিসিন বিভাগের আইসিইউতে নিয়ে যাওয়া হয়।

Rananuj

মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ বি বেজবরুয়া জানান, রাত ১২টা নাগাদ এই ঘটনা ঘটে। এসি সর্টসার্কিট হ়ওয়াতেই এই বিপত্তি। তবে একে আইসিইউ বলা যায় না। আইসিইউর এসি, অন্যান্য মেশিন পত্র থাকে ওই কেবিনে। তবু তাঁরা ঝুঁকি নিতে চাননি। তার কথায়, তেমন কোনও লোকসান হয়নি। তবে এই আইসিইউ চালু হতে কিছু দিন সময় লাগবে বলে জানিয়েছেন তিনি।

English

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker