Barak UpdatesBreaking News
মুখোশ তৈরির কর্মশালা আয়োজন শিল্পাঙ্গনেরShilpangan’s ‘Paper Mask Making Workshop’ begins at Silchar
১৯ জুলাই : শিল্পাঙ্গনের উদ্যোগে শিলচরের ডেফোডিলস স্কুলে শুক্রবার থেকে শুরু হয়েছে কাগজ দিয়ে মুখোশ তৈরির কর্মশালা। শিল্পাঙ্গনকে এই কর্মশালা আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে গ্যালারি হিউ।
শুক্রবার সকাল দশটায় এই কর্মশালার আনুষ্ঠানিক সূচনা হয়। এতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশের সত্যজিৎ চক্রবর্তী ও সুমিত্রা সুমি। ছিলেন শিল্পাঙ্গনের অধ্যক্ষ সন্দীপন দত্ত পুরকায়স্থও।
এ দিন কথা বলতে গিয়ে বাংলাদেশ থেকে আসা সত্যজিত চক্রবর্তী বলেন, এই উপ মহাদেশের বিভিন্ন দেশগুলোর মানুষের জীবন যাপনে একটা অন্তর্লীন সম্পর্ক রয়েছে। তিনি বলেন, আমাদের মধ্যে ভালো ও মন্দ বিষয়গুলোকে হিরো ও এন্টি হিরোর মুখোশের মাধ্যমে রূপদান করা হয়।
পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় বাঙালিদের সংস্কৃতির মধ্যে এগুলো তুলে ধরার রেওয়াজ রয়েছে। উদাহরণ হিসেবে তিনি পেঁচার কথা তুলে ধরেন। পেঁচা ডাকলে মৃত্যুর খবর আসে, আবার পেঁচা ইদুর মেরে ফসল রক্ষা করে। এভাবে পেঁচা মঙ্গল ও অমঙ্গল দুটোই সূচিত করে। আবার বিভিন্ন লোক কাহিনীর গল্পও মুখোশ হিসেবে উঠে আসে।