Barak UpdatesBreaking News
শিবতপন বসু প্রয়াতShibtapan Bose expired
৫ মার্চঃ বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজচিন্তক ড. শিবতপন বসু আর নেই। মঙ্গলবার বেলা ১টা ১৫ মিনিটে তিনি প্রয়াত হয়েছেন। গত ১৬ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে শিলচরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বেশ কিছুদিন ছিলেন আইসিইউ-তে। পরে নিয়ে যাওয়া হয় তাঁর প্রিয় শহর বদরপুরে।
সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উত্তরবঙ্গে বেড়ে ওঠা, স্কুল-কলেজ হলেও জীবনের দীর্ঘসময় কাটান করিমগঞ্জ জেলার এই শহরে। পেশাজীবনের প্রায় শুরুতেই এনসি কলেজে অধ্যাপনার কাজে যোগ দিয়েছিলেন শিবতপন বসু। এই কলেজ থেকেই অধ্যক্ষের দায়িত্ব পালন করে অবসর নিয়েছেন। লেখালেখি করেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে।
আজীবন সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য কাজ করে গিয়েছেন। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের সঙ্গেও জড়িত ছিলেন শিবতপনবাবু। বদরপুর আঞ্চলিক সমিতির সভাপতিও ছিলেন অনেকদিন। লোকগবেষক হিসেবেও বহু কাজ করে গিয়েছেন।
তাঁর মৃত্যুতে বদরপুর, করিমগঞ্জ তো বটেই গোটা বরাক জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সব্যসাচী রায় বলে, এ ক্ষতি অপূরণীয়। শিক্ষাবিদ দিলীপকুমার দে-র কথায়, শিবতপন বসু ছিলেন বিশিষ্ট বক্তা, লেখক, সমাজসচেতক ও ধর্মনিরপেক্ষ উজ্জ্বল ব্যক্তিত্ব। শিলচর ঈদ সম্মিলনী উদযাপন কমিটির সভাপতি মিলনউদ্দিন লস্কর বলেন, সম্প্রীতির নজির ছিলেন তিনি।