India & World UpdatesAnalytics
বৃহস্পতিবার গুয়াহাটির আদালতে তোলা হচ্ছে শার্জিল ইমামকে
Sharjeel Imam to be produced in Guwahati court on Thursday

২০ ফেব্রুয়ারি : জেএনইউ-র প্রাক্তন ছাত্র শার্জিল ইমামকে বৃহস্পতিবার গুয়াহাটির আদালতে তোলা হবে। গত ২৮ জানুয়ারি তাঁকে বিহারের জেহানাবাদ থেকে গ্রেফতার করা হয়েছিল। পাতিয়ালা হাউস কোর্ট এর আগে ইমামকে আসাম পুলিশের হাতে সমঝে দিয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি ইমামকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কামরূপ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হয়। পরে তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়।
নতুন দিল্লির শাহিনবাগে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে এক সমাবেশে শার্জিল ইমাম উত্তরপূর্বকে বিচ্ছিন্ন করার মন্তব্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এজন্য তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও জমা পড়ে। এমনকি জেএনইউ-র এই প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে মণিপুর, মেঘালয় ও অরুণাচল প্রদেশ পুলিশ পৃথকভাবে মামলা দায়ের করেছে।