NE UpdatesAnalytics
যাত্রী পরিষেবা ১ সেপ্টেম্বর থেকে শুরুর সম্ভাবনা, মন্তব্য মুখ্যমন্ত্রীর
২৪ আগস্ট : আগামী ১ সেপ্টেম্বর থেকে রাজ্যে শুরু হতে পারে যাত্রী পরিষেবা। মঙ্গলবার মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেন, সারা রাজ্যের মানুষ যে বিষয়টির জন্য অপেক্ষা করছেন, তা খুব শীঘ্রই শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে কোভিড পরিস্থিতির ক্রমশ উন্নতি হচ্ছে। এই অবস্থায় রাজ্য সরকার আগামী মাস থেকেই আন্তঃরাজ্য চলাচল শুরু করবে। তাঁর কথায়, যদি পরিস্থিতি অনুকূলে থাকে, তবে আগামী ১ সেপ্টেম্বর থেকেই আন্তঃরাজ্য চলাচল শুরু হবে। নৈশ বাস পরিষেবাও একইসঙ্গে শুরু হবে।
গত ১৭ আগস্ট নতুন এসওপি জারি করা হয়েছিল। এই নির্দেশিকায় আন্তঃরাজ্য চলাচলে অনুমতি দেয়নি রাজ্য সরকার। তবে এই নিষেধাজ্ঞা থেকে বেসরকারি গাড়িগুলোকে বাদ দেওয়া হয়েছে। বাস পরিষেবা চালু করার ছাড়পত্র না দেওয়ায় কয়েকদিন আগে বাস চালকরা প্রতিবাদ দিয়েছিলেন। এরপরই রাজ্য সরকার কোভিড পরিস্থিতিতে যেসব বাস চালক ও তাঁদের সহ-চালকরা রোজগার হারিয়ে অসহায় পরিস্থিতির মধ্যে রয়েছেন, তাঁদের জন্য ১০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করে।