Barak UpdatesBreaking News

বৃদ্ধাশ্রমে গিয়ে সময় কাটালেন স্টেট ব্যাঙ্কের পেনশনাররা
SBI pensioners spends quality time at old age home

২৫আগস্ট:মানবিক ভাবনা নিয়ে এগিয়ে এল এসবিআই পেনশনার্স অ্যাসোসিয়েশনের শিলচর শাখা। রবিবার মালিনীবিলে ভারত সেবাশ্রম সংঘের প্রণবানন্দ বৃদ্ধাশ্রমে গিয়ে বৃদ্ধ-বৃদ্ধাদের সঙ্গে  সময় কাটান পেনশনাররা।

Rananuj

তাঁদের সঙ্গে নিয়ে খেলেন দুপুরের খাবার। সারা দিন ধরে এই বৃদ্ধ-বৃদ্ধাদের  মনোরঞ্জনে বসান গান-বাজনার আসরও। পরিবেশনায় ছিলেন বিশিষ্ট কন্ঠশিল্পী অনিমেষ দেব। সেতার বাজিয়ে শোনান রাজর্ষি ভট্টাচার্য। তবলায় সঙ্গত করেন এসবিআই-র অবসরপ্রাপ্ত চিফ ম্যানেজার পণ্ডিত নিলয় দত্ত।  বৃদ্ধাশ্রমের আবাসিকদের জন্য কিছু কাপড় ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী স্বামী মৃন্ময়ানন্দ মহারাজের হাতে তুলে দেওয়া হয়।

স্বামী মৃন্ময়ানন্দ পেশনারদের এই উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বলেন, এমন কর্মসূচির মধ্য দিয়ে বৃদ্ধাশ্রমের বয়স্ক মা-বাবারা আনন্দ পেয়েছেন। একটা আলাদা পরিবেশে দিন কেটেছে তাঁদের। বকুলচন্দ্র নাথ, গৌতম চ্যাটার্জি, শিমূল নন্দী মজুমদার, শশধর চক্রবর্তী, পিকে দাস, মানস দাস, কেসি পাল, মলয় দেব প্রমুখ এ দিনের কর্মসূচিতে অংশ নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker