NE UpdatesBarak UpdatesBreaking News
দুর্নীতি মামলায় গ্রেফতার ত্রিপুরার বাম জমানার মন্ত্রী বাদল চৌধুরী
Former Minister of Tripura Badal Choudhury arrested on charges of corruption

২১ অক্টোবরঃ উড়ালপুল নির্মাণে আর্থিক দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগে গ্রেফতার হলেন ত্রিপুরার প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরী। বেশ কিছুদিন আত্মগোপন করেছিলেন। সোমবার অসুস্থতা বোধ করলে তাকে বেসরকারি হাসপাতাল আইএলএস-এ নিয়ে যাওয়া হয়। পুলিশ সেখানেই তাকে কাগজপত্রে গ্রেফতার দেখায়। বাদলবাবু বর্তমানে আইসিইউ-তে চিকিতসাধীন।
এ দিনই তাঁর আগাম জামিনের আবেদনের ওপর শুনানি হয়। দুইপক্ষের আইনজীবীর আড়াই ঘণ্টার বিতর্ক শুনে বিচারপতি অরিন্দম লোধ তাঁর রায়দান স্থগিত রাখেন। মঙ্গলবার তাঁর রায় জানানোর কথা। বাদলবাবুর পক্ষে আইনি লড়াইর জন্য কলকাতা থেকে উড়ে যান বিকাশ ভট্টাচার্য। কলকাতার প্রাক্তন মেয়র একসময় ত্রিপুরার অ্যাডভোকেট জেনারেল ছিলেন।