CultureBreaking News
গানে গানে সমকালের বিজয়া সম্মেলন
৩১ অক্টোবর : গান, কবিতা ও ভাবের আদান প্রদানের মধ্য দিয়ে সমকাল সাংস্কৃতিক সংস্থার বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর, রবিবার প্রেমতলার জননী অ্যাপার্টমেন্টে এক ঘরোয়া পরিবেশে মিলিত হয়েছিলেন সংস্থার সদস্যরা। গান-কবিতা-কথায় তারা একে অন্যকে শুভেচ্ছা বিনিময় করেন।
এ দিন অনুষ্ঠান শুরু হয় সংস্থার সভাপতি অভিজিৎ ধরের স্বাগত বক্তব্য দিয়ে। তিনি শারদীয়া দুর্গাপূজার অতীত ও বর্তমানের বিভিন্ন অভিজ্ঞতা তাঁর বক্তব্যে তুলে ধরেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় সংস্থার সাংস্কৃতিক সম্পাদক শাখী ভট্টাচার্যের গান দিয়ে। তিনি প্রয়াত কালিকাপ্রসাদ ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘এপার বাংলা ওপার বাংলা’ এবং একটি আধুনিক গান ‘আজ বিকেলের ডাকে’ গেয়ে শোনান। এরপরে সৌনিক গুপ্ত গেয়ে শোনান ভজন ‘হরিনাম ঘুমর’ ও একটি আধুনিক গান ‘আমি ফুলকে যেদিন ভালোবেসে’।
নবমিতা ভট্টাচার্য গেয়ে শোনান নজরুলগীতি ‘প্রিয় যাই যাই বলোনা’। সংযুক্তা দত্তরায় গেয়ে শোনান দুটি রবীন্দ্রসংগীত ‘আমার হিয়ার মাঝে’ ও ‘ভয় হতে তব অভয়’। পুলক বৈদ্য গেয়ে শোনান ‘ও কেন ভালোবাসা’ ও ‘ওই ঘিরে আসে বাদলের মেঘ’। বাপি রায় গেয়ে শোনান ‘তুমি আমার ধ্যান’ ও ‘আবার আসিব ফিরে’। কবিতা পাঠ করেন সুপ্রদীপ দত্তরায়— ‘আমার মাথা নত করে দাও’।
নবনীতা রায় গেয়ে শোনান ‘আমার ভিতর ও বাহিরে’ গানটি। মুক্তা দাস দুটি স্বরূপানন্দ সংগীত গেয়ে শোনান– ‘হে মানুষ তুমি’ ও ‘বিশ্ব ভূবন আপন করিতে চায়’। জয়া ভাওয়াল শোনান একটি আধুনিক ‘ও পলাশ ও শিমুল’ এবং একটি ধামাইল ‘যমুনা পুলিনে শ্যাম’। ‘আজি বিজন ঘরে’ রবীন্দ্র সংগীতটি গেয়ে শোনান অরিন্দম ভট্টাচার্য।
অনুষ্ঠানের সব শেষ শিল্পী ছিলেন পঙ্কজ নাথ। তিনি পরপর চারটি বিভিন্ন স্বাদের গান গেয়ে শোনান। এর মধ্যে রয়েছে ‘এ কি আকুলতা ভুবনে’, ‘কেউ বলে ফাল্গুন’, ‘তোমার সঙ্গে দেখা না হলে’ এবং ‘আমি কি হেরিলাম জলের ঘাটে’। পঙ্কজ নাথের শেষ গানটির সঙ্গে ধামাইল নৃত্য দিয়ে অনুষ্ঠানের ইতি টানা হয়। গানের অনুষ্ঠানের ফাঁকে অভিজিৎ ধর, অরিন্দম ভট্টাচার্য ও সুপ্রদীপ দত্তরায় এবারের পুজোর বিভিন্ন বিষয় নিয়ে নানা অভিজ্ঞতা ব্যক্ত করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অভিজিৎ ধর এবং তবলায় ছিলেন অনুপম মন্ডল।