Barak UpdatesBreaking News

পাঁচ রাজ্যের ফলাফলে বরাকেও প্রতিক্রিয়া
District Congress celebrates performance of their party in Assembly polls

১১ ডিসেম্বরঃ ৫ রাজ্যের ফলাফলে বরাক উপত্যকাতেও বেশ প্রভাব পড়ে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কংগ্রেসের শক্তি যত বাড়ছিল, বরাকের স্থানে স্থানে হর্ষোল্লাস শুরু হয়। কংগ্রেস ভবনগুলিতে নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। চলে বাজি-পটকা ফাটানো। শিলচর ইন্দিরা ভবনেও বেলা ১২টা থেকেই আনন্দের ধুম পড়ে। বাজি ফাটানো হয়। আসে ব্যান্ড পার্টি। সভাপতি প্রদীপকুমার দে-র নেতৃত্বে রাজেশ দেব, সঞ্জীব রায়, সীমান্ত ভট্টাচার্য দেবদীপ দত্তরা রাস্তার ধারে গিয়ে ঘনঘন স্লোগানে সবাইকে কংগ্রেসের দিন ফেরার কথা ঘোষণা করেন। বেশ কিছু সময় তাঁদের সঙ্গে ছিলেন লক্ষ্মীপুরের কংগ্রেস বিধায়ক রাজদীপ গোয়ালাও।

বিপরীত দৃশ্য জেলা বিজেপি কার্যালয়ে। বুধবার পঞ্চায়েত ভোটের ফলাফল শুরু হবে বলে এ সংক্রান্ত কাজকর্মে কিছু কর্মী অফিসে গিয়েছেন। কিন্তু তাঁদের চোখেমুখে ভোটগণনায় যাওয়ার মতো দৃঢ়তা নজরে পড়েনি। সভাপতি কৌশিক রায় সহ পার্থ চন্দ, মাধব সাহা, গোলাপ রায়, দীপায়ন চক্রবর্তীরা নীচুগলায় নিজেদের মধ্যে ফলাফলই বিশ্লেষণ করছিলেন। ২০১৯ -র লোকসভা নির্বাচন নিয়ে তাঁরা যে চিন্তায় পড়ে গিয়েছেন, কথাবার্তায় তাও ধরা পড়ে। সে আলোচনায় অনেক সময় সামিল ছিলেন সোনাইর বিধায়ক আমিনুল হক লস্করও।

তবে সাংবাদিকদের সঙ্গে প্রতিক্রিয়া প্রকাশে জেলা বিজেপি সভাপতি কৌশিক রায় বলেন, মধ্যপ্রদেশে ১৫ বছর ক্ষমতায় থাকায় প্রতিষ্ঠান বিরোধী ভোট পড়েছে। রাজস্থানে ৫ বছর পরপর সরকার বদলে দেওয়ার একটা প্রবণতা রয়েছে। ছত্তিশগড়ে কীভাবে এই ফলাফল হল, খতিয়ে দেখা দরকার বলে মন্তব্য করেন তিনি। তেলেঙ্গানা নিয়ে তাঁদের তেমন আশা ছিল না জানিয়ে তিনি সন্তোষ ব্যক্ত করেন মিজোরামে বিজেপি পরাস্ত হয়েছে। মুখ্যমন্ত্রী লালথান হাওলা পরাস্ত হয়েছেন। একই কথা শোনান আমিনুলবাবুও।

এ দিকে, বিধায়ক রাজদীপ গোয়ালা বলেন, কংগ্রেস-মুক্ত ভারতের ডাক দিয়েছিলেন নরেন্দ্র মোদি, অমিত শাহরা। মানুষ এর জবাব দিয়েছেন। জেলা কংগ্রেস সভাপতি প্রদীপকুমার দে বলেন, আমরা বিজেপি-মুক্ত ভারত চাই না। কিন্তু মানুষ বিজেপি-কে ক্ষমতায় রাখতে চাইছে না। তাঁরা আশাবাদী, পঞ্চায়েত নির্বাচনের ফলাফল তাঁদের উল্লাসকে জিইয়ে রাখবে। কৌশিকবাবুর দাবি, জেলা পরিষদ তাঁরা দখল করবেন। পঞ্চায়েতে বিজেপি কাছাড় সহ অসমেই ভাল ফল করবে।

December 11: It was a moment of jubilation for the supporters of Congress all throughout the country. Silchar was also no exception to this celebration. After a long spell, Congress has turned back and scored immense well in Chattisgarh, Rajasthan and Madhya Pradesh, though it lost in Mizoram. However, the Congress party was celebrating mainly because this win has given them enough mental impetus to jump in the Lok Sabha elections with new vigour in 2019.

Crackers were burnt at Silchar District Congress office, sweets were distributed and the party supporters were seen dancing to the beat of band party. Speaking to way2barak Sanjeeb Roy Secretary District Congress said “It’s just the beginning, the real picture will be released in 2019 when they will be celebrating a grand farewell party of PM Narendra Modi.”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker