Barak UpdatesHappeningsBreaking News

রাধারমণ গোস্বামীর আবির্ভাব উপলক্ষে বারইগ্রামে তিনদিনের উৎসব

ওয়েটুবরাক, ১৫ ডিসেম্বর : শ্রীশ্রীরাধারমণ গোস্বামী জিউর ১০৭-তম আবির্ভাব তিথি উপলক্ষে তিন দিনব্যাপী উৎসব কার্যসূচি হাতে নিয়েছে ‘শ্রীশ্রী গোপাল জিউ, শ্রীশ্রী রাধাবিনোদ জিউ ও শ্রীশ্রী রাধারমন গোস্বামী জিউর আশ্রম’-এর কেন্দ্রীয় কমিটি। উৎসবের সূচনা হবে আগামী ১৮ ডিসেম্বর, শুভ অধিবাসের মাধ্যমে । ১৯ ডিসেম্বর রবিবার ভোরে মঙ্গলারতি, সঙ্গীত ও প্রভুপাদের স্নান সমাপন। এর পর কীর্তন সহ শ্রীশ্রী প্রভু শ্রীমন্দিরে আগমন । গুরু গীতা মাধ্যমে শ্রীশ্রী গুরু মহিমা পাঠ তৎ সঙ্গে শ্রীশ্রী গীতাযজ্ঞের  সূচনা, প্রভুপাদের পূজার্চনা, অঞ্জলি প্রদান ও মহাপ্রসাদ বিতরণ ।

দুপুর একটা থেকে প্রভুর জীবনী নিয়ে আলোচনা, ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান । সন্ধ্যায় ১০৭টি প্রদীপ নিয়ে মন্দির পরিক্রমা ও রাধাকুণ্ডে বিসর্জন। এদিন রাতেও সমবেত উপাসনা, প্রসাদ বিতরণ । সোমবার রথ যোগে প্রভুর প্রতিকৃতি নিয়ে নাম কীর্তনের মাধ্যমে নগর পরিক্রমা ও অনুষ্ঠানের সমাপ্তি । অন্যান্য বছরের ন্যায় এবারও উৎসবকে সফল করে তুলতে  ভক্তদের প্রতি আহ্বান জানান আশ্রম পরিচালন কমিটির সভাপতি সুনীল পাল, সাধারণ সম্পাদক তরুণ চৌধুরী ও কোষাধ্যক্ষ কৌশিক দে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker