Barak UpdatesIndia & World Updates
সৌদি আরবের সর্বোচ্চ সম্মান মোদিকেSaudi Arabia confers highest civilian honour to PM Modi
২৪ আগস্টঃ সংযুক্ত আরব আমিরশাহির সর্বোচ্চ নাগরিক সন্মান পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার তাঁর হাতে ‘অর্ডার অব জায়েদ’ তুলে দিল আবু ধাবি। সঙ্গে নতুন দিল্লির সঙ্গে দ্বিপাক্ষিক মিত্রতা আরও বাড়ানোর স্পষ্ট বার্তা দিয়েছে তারা।
শুক্রবার দুবাই যান প্রধানমন্ত্রী মোদি। সেখান থেকে বাহরিন ছুঁয়ে ফ্রান্সে যাবেন। জি৭ গোষ্ঠীভুক্ত দেশগুলির বৈঠকে যোগ দেবেন তিনি। এর আগে শনিবার আবু ধাবিতে সম্মাননা জানানো হয় তাঁকে। সেখানকার যুবরাজ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান টুইটে লেখেন, ‘ঐতিহাসিক ভাবেই ভারতের সঙ্গে এ দেশের কৌশলগত মিত্রতা রয়েছে। এতে আরও গতি আনার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছেন আমার বন্ধু নরেন্দ্র মোদি।’
এর আগে ওই পুরস্কার দেওয়া হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ এবং চিনা প্রেসিডেন্ট শি চিনফিংকে। বিদেশমন্ত্রকের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রীর সফরে দু’দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে।’
ভারত যে সমস্ত দেশের সঙ্গে সবচেয়ে বেশি ব্যবসা করে তার মধ্যে তৃতীয় সংযুক্ত আরব আমিরশাহি। অশোধিত তেল আমদানিতে নয়াদিল্লির অন্যতম উৎস আবু ধাবি। প্রথম বার ক্ষমতায় আসার পর ২০১৫ সালে মোদি সংযুক্ত আরব আমিরশাহি সফরে গিয়েছিলেন।