Barak UpdatesBreaking News

ভোট ছাড়াই জয়ী দুই প্রার্থী
2 candidates elected unopposed

২০ নভেম্বর : প্রচারের প্রয়োজন নেই, এমনকি হার-জিৎ নিয়ে উৎকণ্ঠাও নেই। এরপরও ভোটের ময়দানে নেমে জয়ী হলেন দুই প্রার্থী। এদের একজন কাশিপুর গ্রাম পঞ্চায়েতের ১০ নং ওয়ার্ডের গ্রুপ সদস্য আয়েশা বেগম লস্কর। অন্যজন উধারবন্দ গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের গ্রুপ সদস্য দীপালি দেব। এই দুই প্রার্থীর বিরুদ্ধে কেউ মনোনয়নপত্র জমা না দেওয়ায় প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তারা জয় হাসিল করে নিয়েছেন। আয়েশা বেগম লস্কর কংগ্রেস দলের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। দীপালি দেব মনোনয়নপত্র দাখিল করেছেন শাসক দলের প্রার্থী হিসেবে।
November 20: There was no requirement of canvassing, nor there was any tension regarding win or loss. Even after that both of them emerged victorious in the electoral race. One is Ayesha Begum Laskar, who filed her nomination from the Congress party for the post of Panchayat member from Ward No.10 under Kashipur G.P. The other is Dipali Deb, who was a BJP candidate for Panchayat member from Ward No 2 under Udharbond G.P. As nobody filed nominations against them, so they were declared elected unopposed.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker