Barak UpdatesCultureBreaking News
ড্যামেজ কন্ট্রোলে সম্মিলিত মঞ্চ, জরুরি বৈঠকেও ঐক্যের বার্তাSammilito in damage control mood, efforts on to apply adhesive in emergent meeting
১৪ অক্টোবর : অনেকটা ড্যামেজ কন্ট্রোলেই নেমেছে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ। তবে ভাঙন যেন কিছুতেই জোড়া লাগছে না। একটি সূত্রে জানা গেছে, সেই তালিকায় নতুনভাবে যোগ হয়েছে পূবালীর নাম। এ পর্যন্ত মঞ্চ ছেড়ে যাওয়া সংগঠনের সংখ্যা পাঁচে গিয়ে দাঁড়িয়েছে। এই তালিকা যে আরও দীর্ঘ হবে না, তাও হলফ করে বলা যাচ্ছে না। নাম উঠেছে ভাবীকালেরও। সোমবার মঞ্চের জরুরি বৈঠকে সেই ভাঙন রোধে মিলনের বার্তা তো দেওয়া হয়েছেই, এমনকি বৈঠকের বাইরেও কয়েকজন বরিষ্ঠ কর্মকর্তা ঐক্যের বার্তা নিয়ে তৎপর বলে জানা গেছে।
এ দিকে, সংবাদ মাধ্যম বর্জিত এই জরুরি বৈঠকে মঞ্চের সদস্যরা বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। আসে গান্ধীবাগ প্রসঙ্গও। তবে পদত্যাগ করা দলগুলোর বিষয়ে কথা উঠতেই জনৈক কর্মকর্তা বলেছেন, এই প্রকাশ্য সভায় এ নিয়ে আলোচনা যুক্তিসঙ্গত নয়। দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকেই এ নিয়ে আলোচনা হোক। ওই বৈঠকেই স্থির হবে ভাঙন ঠেকাতে মঞ্চের ভবিষ্যৎ কর্মপন্থা। তবে রাতে মঞ্চের সভাপতি সুব্রত ভট্টাচার্য সংবাদ মাধ্যমে ঐক্যের কথাই বলেছেন। তাঁর কথায়, আলোচনার মাধ্যমেই এই সমস্যা মিটে যাবে। মঙ্গলবার লিখিত বা মৌখিকভাবে মঞ্চ ছেড়ে যাওয়া এই সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করা হবে। মঞ্চ এখনও এদের ইস্তফাপত্র গ্রহণ করেনি।
অন্যদিকে একটি সূত্রের খবর, মঞ্চের জরুরি বৈঠকে এই প্রথমবার বরিষ্ঠ সদস্যদের মধ্যে অনেকেই অনুপস্থিত ছিলেন। বিশেষ করে পুরনো কয়েকটি সংগঠন সরে যাওয়ায় খুব স্বাভাবিকভাবেই প্রতিষ্ঠাতা সদস্যদের একটা বড় অংশ ছিলেন না। এ অবস্থায় তাদের ঘরে ফেরানোই এখন মঞ্চের কাছে বড় চ্যালেঞ্জ।