Barak UpdatesBreaking News
সুরক্ষার বার্তা দিতে শিলচরের মহিলা কলেজের ছাত্রীদের ভিডিও‘Safety Begins at Home’: A visual message by students of Women’s College
১৪ মে : কোভিড-১৯ মোকাবিলায় একটি ভিডিও তৈরি করে সুরক্ষার বার্তা দিলেন শিলচরের মহিলা কলেজের গনজ্ঞাপন বিভাগের ছাত্রীরা। এই সচেতনতা মূলক ভিডিওটির নাম তাঁরা দিয়েছেন, ‘Safety Begins at Home’।
ছাত্রীদের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান সময়ে সারা বিশ্বজুড়ে চলছে করোনা ভাইরাস মারণব্যাধির তান্ডব। বহু শক্তিশালী দেশ সহ ভারতেও এই রোগের থাবায় আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। প্রতিরোধক আবিষ্কার না হওয়া পর্যন্ত, সোশ্যাল ডিসটেনসিং, হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক ব্যবহার করাই এই ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার মূল অস্ত্র। এ অবস্থায় জনগণকে মাস্ক ব্যবহার করতে মহিলা কলেজের গণজ্ঞাপন বিভাগের পড়ুয়ারাএই ছোট্ট ভিডিওটি তৈরি করেছেন।
“Safety begins at home” ভিডিওটির শুরুতেই ছাত্রীরা সব প্রথম সারির কর্মী যারা সমাজ সুরক্ষার দায়িত্বে নিজের প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানান। এই ভিডিওর মাধ্যমে ছাত্রীরা স্বাস্থ্য সম্বন্ধীয় সরকারি নির্দেশগুলি তুলে ধরে জনগণের কাছে আবেদন রাখেন, যাতে এই কঠিন সময়ে সবাই নির্দেশ মেনে চলেন। ছাত্রীরা তাদের ভিডিওতে কাছাড় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও কোভিড-১৯ ডিউটিতে থাকা চিকিৎসক, নার্স, পুলিশকর্মী, সেনা জওয়ান, সাংবাদিক এবং জরুরি পরিষেবায় নিয়োজিত সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। জনগণকে গুজবে কান না দিয়ে সাবধানতা অবলম্বন করে সরকার নির্দেশিত নিয়মাবলি কঠোরভাবে পালনের আর্জি জানান।
মহিলা কলেজের অধ্যক্ষ ড. মনোজ কুমার পাল ছাত্রীদের এই প্রচেষ্টাকে অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ বলে নিজের খুশি ব্যক্ত করেন। তিনি বলেন, এমন এক সময় যখন গোটা দুনিয়ার করোনা বিষবাষ্প ছড়িয়ে বেড়াচ্ছে, আমাদের সবার উচিত, সরকার নির্ধারিত নিয়মাবলি মেনে চলা। ছাত্রীরা নিজেদের বাড়িতে বসেই নিজেদের মোবাইলে এই ভিডিওটি তৈরি করে সব জরুরি নিয়ম মানুষের কাছে পৌঁছে দেবার চেষ্টা করেছে, যা উৎসাহপূর্ণ ও প্রশংসনীয়। কলেজের পক্ষ থেকে এই ভিডিওটি তাদের নতুন ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে।