Barak UpdatesBreaking News

Safai karmacharis of Assam University on agitation in demand of salary & EPF issues
বেতন না পেয়ে এ বার আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সাফাই কর্মীরা

২ জানুয়ারি : বেতন ও ইপিএফ সমস্যার সমাধান না হওয়ায় এ বার অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ রাখল আসাম বিশ্ববিদ্যালয় সাফাই কর্মচারী সংস্থা। ২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে সংস্থা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে এক স্মারকপত্র দিয়ে জানিয়েছিল তাদের আন্দোলনের কথা। ওই স্মারকপত্রে সংস্থা বলেছে, এর আগেও তাদের সমস্যার কথা কয়েকবার রেজিস্ট্রারকে জানানো হয়েছিল। কিন্তু কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

সংস্থার সভাপতি শান্ত বাগদি ও সম্পাদক মৃদুল আকুরার স্বাক্ষর করা স্মারকপত্রে বলা হয়, সংশ্লিষ্ট ঠিকাদার তাদের ৩০ দিনের মাইনে ও প্রত্যেকের ইপিএফ বাবদ ৫৫.৩০ লক্ষ টাকা না দিয়ে আত্মস্যাত করেছেন। এজন্য সংস্থা গত ডিসেম্বর মাসেই বছরের শেষদিন পর্যন্ত সময়সীমা বেধে দিয়েছিল। কিন্তু এই সময়ের মধ্যে অর্থ না পাওয়ায় তারা অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন। তাদের এই আন্দোলনে সমর্থন জানিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন ও গবেষক সংস্থা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker