Barak UpdatesHappenings
কিন্নখালে সীমান্ত চেতনা মঞ্চের স্বাস্থ্য শিবির
ওয়ে টু বরাক, ২৪ এপ্রিল : সীমান্ত চেতনা মঞ্চের উদ্যোগে ২৩ এপ্রিল রবিবার কিন্নখালে বিনামূল্যে এক স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হয়। দেশের সীমান্ত এলাকায় বসবাস করা গ্রামবাসীদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করা ও তাদের স্বাস্হ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ প্রদান করার উদ্দেশ্যেই সীমান্ত চেতনা মঞ্চের এই উদ্যোগ। এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে ৩২১ জন গরিব দুঃস্থ মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। অল কাছাড় মেডিক্যাল সেইল্স পিপল এসোসিয়েশন প্রায় ৫ লক্ষ ২৫ হাজার টাকার ওষুধ প্রদান করে এই স্বাস্হ্য পরীক্ষা শিবিরে।
এই শিবিরে রোগীদের স্বাস্হ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন উপস্থিত শিলচরের স্বনামধন্য চিকিৎসকরা। শিবিরে সীমান্ত চেতনা মঞ্চের রাজ্যিক সম্পাদক রবিন ভট্টাচার্য, জেলা সেবা প্রমুখ কৌশিক দাস, কিন্নখাল সেক্টর সভাপতি সুষেন দাস, সম্পাদক শ্যামল কান্তি দেব, ব্রজলালপুর সেক্টর সহ সভাপতি মনোধীর দাস, মহাদেবপুর সেক্টর সহ সভাপতি অসিত দাস, শিলচর নগরের আইন সম্পাদক রাজদীপ রায় প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও কিন্নখাল সেক্টরের অন্যান্য কার্যকর্তা ও কাছাড়ের প্রত্যেক সেক্টর এবং নগরের কার্যকর্তারা উপস্থিত থেকে এই স্বাস্থ্য শিবিরকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে অগ্ৰণী ভূমিকা পালন করেন।