Barak UpdatesCultureBreaking News

৫৫ ঘণ্টা নেচে রেকর্ড গড়তে তৈরি রূপেন্দু
Rupendu is all set to create a record by dancing 55 hours at a stretch

৩১ মে : শিলচরের নৃত্যশিল্পী রূপেন্দু দাস এ বার নতুন রেকর্ড গড়তে চলেছেন। আগামী ২ জুন ৫৬ ঘণ্টা নাচবেন রূপেন্দু। শুক্রবার রূপেন্দু জানালেন, দেশে একটানা ৫৫ ঘণ্টা নাচের রেকর্ড রয়েছে। এ বার এই রেকর্ড ভেঙে তিনি নতুন মাইলফলক স্পর্শ করতে চান। ২ জুন সকাল ১১টা ৪৫ মিনিটে শিলচর গান্ধীভবনে এই নাচের অনুষ্ঠান। তা টানা চলবে ৪ জুন পর্যন্ত।

রূপেন্দু জানান, বেশ কয়েক বছর থেকেই টানা নেচে রেকর্ড গড়ার ইচ্ছে রয়েছে তাঁর। কিন্তু সুবিধা না মেলায় তা আর হয়ে ওঠেনি। এ বার তাঁর ছোটবেলার বন্ধু ও কয়েকজন শুভানুধ্যায়ী এগিয়ে আসায় এই ঝুঁকি তিনি নিতে চলেছেন।

প্রসঙ্গত, ২০০৬ সালে প্রথম ২৪ ঘণ্টা নাচ দিয়ে এই যাত্রা শুরু করেছিলেন তিনি। এরপর পর্যায়ক্রমে তিনি ৩২, ৪২, ৪৪ ও ৫০ ঘণ্টা নেচেছেন তিনি। এ বার ২০১৪ সালের নিজের ৫০ ঘণ্টার রেকর্ড ভেঙে তিনি ৫৫ ঘণ্টা করতে চান। এ দিকে গত বছরের শেষে নেপালের এক কিশোরী বন্দনা নেপালি ৫ দিন ধরে ১২৬ ঘণ্টা নেচে নয়া বিশ্ব রেকর্ড গড়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker