Barak Updates
কারগিল বিজয়কে সামনে রেখে ভারত-বাংলা সীমান্তের নাতানপুরে অনুষ্ঠিত “রান ফর মার্টেয়ারস”‘Run for martyrs’ organised at Indo-Bangla border to commemorate Kargil Vijay Dibash
২১ জুলাই: কারগিল বিজয় দিবসকে সামনে রেখে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভারত বাংলাদেশ সীমান্তের নাতানপুরে রবিবার অনুষ্ঠিত হল “রান ফর মার্টেয়ারস”। অনুষ্ঠানটির আয়োজন করে সীমান্ত সুরক্ষা বাহিনীর ১৩১ ব্যাটেলিয়ন ধলছড়া, মিজোরাম এবং কাছাড় ফ্রন্টিয়ার। এতে কাটিগড়া বিধানসভা এলাকার বিভিন্ন অঞ্চলের ৬০ জন যুবক যুবতী অংশ নেন। পীরনগর থেকে শুরু হয় “রান ফর মার্টেয়ারস”।
পতাকা নাড়িয়ে শুভারম্ভ করেন কাটিগড়ার বিধায়ক অমর চাঁদ জৈন, সীমান্ত সুরক্ষা বাহিনীর কোম্পানি কমান্ডেড ভি সন্তোষ কুমার, ইন্সপেক্টর জে এস ভাট্টি। পীরনগর থেকে ওই পাঁচ কিলোমিটার দৌড় শুরু হয়ে সীমান্ত সুরক্ষা বাহিনীর নাতানপুর ক্যাম্পে এসে শেষ হয়।
এতে যুবকদের মধ্যে প্রথম হয় বিষ্ণু সিংহ, দ্বিতীয় অশোক দাস ও তৃতীয় হয় সাজ্জন রায়। যুবতীদের মধ্যে প্রথম হয় ঝুমকি নাথ, দ্বিতীয় অপর্ণা দাস ও তৃতীয় হয় সোনালি রায়। এক অনুষ্ঠানের মাধ্যমে ওই ছয় জনকে মেডেল পরিয়ে সীমান্ত সুরক্ষা বাহিনীর ১৩১ ব্যাটেলিয়নের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। এছাড়া অনুষ্ঠানের মুখ্য অতিথি বিধায়ক অমর চাঁদ জৈন সমাজসেবী কনক নাথ, কালাইন কো-অপারেটিভের চেয়ারম্যন অসিত বরণ দে, ও সজল দেবকে সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সীমান্ত সুরক্ষা বাহিনীর কোম্পানি কমান্ডেড ভি সন্তোষ কুমার জানান কারগিল বিজয় দিবসকে সামনে রেখে ১৩১ ব্যাটেলিয়ন ধলছড়া, মিজোরাম এবং কাছাড় ফ্রন্টিয়ার বিভিন্ন কার্যসূচী হাতে নিয়েছে। তার অঙ্গ স্বরূপ “রান ফর মার্টেয়ারস” আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান কমান্ডেড ভি সন্তোষ কুমার। বিধায়ক অমর চাঁদ জৈন সীমান্ত সুরক্ষা বাহিনীর উদ্যোগকে সাধুবাদ জানান। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়।