Barak Updates
পাঁচ কৃতীকে গ্রিনল্যান্ডের ভোকেশনাল অ্যাওয়ার্ডRotary Greenland gives vocational award to 5 illustrious persons
গৌরব চক্রবর্তী স্টেট ব্যাঙ্কের ডিজিটাল ব্যাঙ্কিং ম্যানেজার। কিছুদিন আগে শিলচরের গৌরবগাঁথা সোশ্যাল মিডিয়ায় নতুন প্রজন্মের কাছে যেভাবে অতীতকে তুলে ধরলেন, তা এই অঞ্চলের মানুষ হিসেবে সকলে গর্বিত। রাহুল চক্রবর্তী শুধু যুগশঙ্খের সাংবাদিকই নন, যোগ প্রশিক্ষক, ফিজিওথেরাপিস্টও। মানুষকে যোগ বিষয়ক সহায়তা করতে পারলেই তিনি খুশি হন। রূপালি দাস সংগঠক হিসেবে কতটা সফল, বুঝিয়ে দিয়েছেন শিলচরে তাইকোয়ান্ডোর আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করে। তিনি তায়কোয়ান্ডো, ক্যারাটের প্রশিক্ষকও। ফজাবি সিংহ কাছাড় পুলিশের মহিলা সেলের প্রধান। নারী নিরাপত্তার ভরসার জায়গা। আর সুমিত দেবনাথ স্কুল শিক্ষক, গবেষক। তাঁর চিন্তাভাবনার স্তর অনেকের ঈর্ষা জাগায়।
অ্যাওয়ার্ড হাতে গৌরববাবু তাঁর রোটারেক্ট জীবনে ফিরে যান। রূপালিদেবী বলেন নারী নিরাপত্তা নিয়ে তাঁর উদ্বেগের কথা। আত্মরক্ষার কৌশলগুলো জেনে রাখতে মহিলাদের উদ্দেশে আহ্বান জানান । রাহুলবাবুর পরামর্শ, গ্রিনল্যান্ডাররা নিজেদের জন্য সপ্তাহে একদিন যোগশিবির করুন। তিনি নিজে গিয়ে বিনা মাশুলে প্রশিক্ষণ দেবেন। ফজাবিদেবী গুরুত্ব দেন পুলিশ-জনতা সম্পর্কের ওপর। সুমিতবাবু রোটারিয়ানদের কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানের শুরুতেই তাঁদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন গ্রিনল্যান্ড সভাপতি মধুমিতা পাল। ভোকেশনাল অ্যাওয়ার্ড নিয়ে আলোচনা করেন প্রাক্তন সভাপতি রণজিত ভট্টা্চার্য। ক্লাব সচিব ডা. অতনু নাগ ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন।