Barak Updates

চন্দনা-শমিতার নেতৃত্বে শিলচরে আরেক রোটারি ক্লাব
Rotary Club of Silchar Pink to come into existence on 3 December

২৯ নভেম্বরঃ শুধু অসম বা ভারত নয়, দক্ষিণ এশিয়ায় তাঁরা সেরা হতে চান। চান শিলচরের প্রতিটি রোটারি-পরিবারের মুখ উজ্জ্বলতর করে তুলতে। আত্মপ্রকাশেই এই প্রত্যয়-কথা শুনিয়ে দিলেন রোটারি ক্লাব অব শিলচর পিংকের কর্মকর্তারা। তবে লক্ষ্য পূরণে যে তাঁদের বেশি কাঠখড় পোড়াতে হবে না, তারও ইঙ্গিত দিয়ে রাখেন নতুন মহিলা-ক্লাবের সভাপতি চন্দনা পুরকায়স্থ। তিনি জানান, এই সময়ে শুধু মহিলাদের জন্য রোটারি ক্লাব দক্ষিণ এশিয়ায় একটিই রয়েছে। রোটারি ক্লাব অব আউরঙ্গাবাদ। আগামী ৩ ডিসেম্বর শিলচরে জন্ম নেবে দ্বিতীয় মহিলা-ক্লাব। তাঁরা খোঁজখবর নিয়ে দেখেছেন, আউরঙ্গাবাদের ক্লাবটি তেমন সক্রিয় নয়। ফলে তাঁরা আশাবাদী, দক্ষিণ এশিয়ায় মহিলা রোটারিয়ানদের সক্রিয়তম ক্লাব হবে শিলচর পিঙ্ক। ৩ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনে তাঁদের আত্মপ্রকাশ তথা চার্টার হস্তান্তর অনুষ্ঠান। সে দিনই দায়িত্ব নেবেন সভাপতি চন্দনা পুরকায়স্থ, সম্পাদক শমিতা দত্ত, কোষাধ্যক্ষ জয়শ্রী কর সহ প্রথম বোর্ডের পদাধিকারীরা।  রোটারির ডিস্ট্রিক্ট গভর্নর ডা. সায়ন্তন গুপ্ত, চার প্রাক্তন গভর্নর প্রভাত কেডিয়া, কল্পনা খাউন্দ, মানস চৌধুরী ও অরিজিত এন্দ, ২০১২-২২ বর্ষের জন্য মনোনীত গভর্নর শুভাশিস চট্টোপাধ্যায় প্রমুখ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

শিলচরে এ নিয়ে মোট চারটি রোটারি ক্লাব গঠিত হল। বরিষ্ঠ রোটারিয়ান তৈমুর রাজা চৌধুরী, রণধীর বসু, চিরঞ্জিত ঘোষ ও কিরণময় দাস বলেন, ক্লাবগুলির মধ্যে বিরোধ বা প্রতিদ্বন্দ্বিতার প্রশ্ন ওঠে না। সদস্য সংখ্যা ক্রমে বাড়ছে বলে তাঁরাই একের পর এক নতুন ক্লাব তৈরি করছেন। পিঙ্ক ক্লাব করার জন্য তৈমুর রাজা চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনিই এতদিন অনুঘটকের কাজ করেন। এখনও থাকবেন উপদেষ্টা পদে। তৈমুরবাবু বলেন, জন্মের আগেই নতুন ক্লাব সামাজিক কাজকর্ম শুরু করে দিয়েছে। তাঁরা শিবালিক পার্কের দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। দেন কিছু শীতবস্ত্রও। আগামী ৩ ডিসেম্বর সকালে যাবেন মালুগ্রাম সর্বোদয় বিদ্যালয়ে। ওই স্কুলের ছাত্রদের সঙ্গে তাঁরা সারা দিন কাটাবেন, একসঙ্গে দুপুরের খাবার খাবেন, খাওয়াবেন।

English text here

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker