Barak UpdatesBreaking News
রাঙ্গিরখাড়িতে অবরোধ উঠলেও স্থানে স্থানে উত্তেজনাRoad blockade lifted at Rangirkhari, vandalism occurs at many places
৩১ অক্টোবরঃ সাড়ে তিনঘন্টা রাঙ্গিরখাড়ির চতুর্দিকে অবরোধ গড়ে তোলার পর বেলা আড়াইটায় পুলিশি চোখরাঙানিতে তা প্রত্যাহৃত হয়। এখন রাঙ্গিরখাড়িতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কিন্তু উত্তেজিত জনতা দু-ভাগ হয়ে সেখান থেকে মেহেরপুরে গিয়ে রাস্তা আটকে দেয়। আরেক দল সিভিল হাসপাতাল পর্যন্ত বিভিন্ন জায়গায় গাড়ি ভাঙচুর করে।
রাঙ্গিরখাড়ি শিবমন্দিরের সামনে একটি বিলাসী কারে হামলা হয়। কিছুদূর এগিয়েই এক এএসটিসি বাসের কাঁচ গুঁড়িয়ে যায়। কন্ডাক্টরকে মারধরের চেষ্টা হয়েছিল বলে অভিযোগ। তিনি নেমে পালিয়ে যান।
পুলিশ এখানে-ওখানে ছুটোছুটি করলেও সার্বিক শৃঙ্খলায় ব্যর্থ। ক্ষুব্ধ জনতার অভিযোগ, একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে, প্রশাসনের কোনও পরিকল্পিত উদ্যোগ নেই। শহরে নেই সিসি ক্যামেরা, নেই সঠিক ট্রাফিক পরিকল্পনা। নানা ধরনের সিন্ডিকেটের চাপে পুলিশ ন্যুব্জপ্রায়।
দিনভর একের পর এক ঘটনায় বিশেষভাবে উদ্বিগ্ন স্কুলপড়ুয়াদের অভিভাবকরা। অনেক ছাত্রবাহী যান অবরোধে আটকে থাকে। শেষপর্যন্ত অবশ্য রাঙ্গিরখাড়ির অবরোধ উঠলে স্বস্তি মেলে অনেকের