Barak UpdatesBreaking News
রাঙ্গিরখাড়িতে অবরোধ, জেলাশাসক এলেই কথাRoad blockade at Rangirkhari, talks only in presence of DC
৩১ অক্টোবর: একের পর এক দুর্ঘটনার পর এ বার ক্ষিপ্ত হয়ে উঠেছেন ছাত্র-যুবকরা৷ দুই তরুণীর মৃতদেহ শিলচর শ্মশানঘাটে পৌঁছনোর পরই রাঙিরখাড়িতে শুরু হয় পথ অবরোধ৷ বেলা ১১টায় প্রথম নেতাজি মূর্তির চারদিকের রাস্তায় দাঁড়িয়ে পড়ে এবিভিপির সদস্য-সমর্থকরা৷
খবর পেয়ে দলে দলে দুর্গাপল্লীর মানুষ ছুটে আসেন৷ কেউ পাড়া থেকে, কেউ শ্মশানঘাট থেকে৷ পথ অবরোধ মুহূর্তে জোরালো চেহারা নেয়৷ বিশাল পুলিশ-সিআরপি বাহিনী নিয়ে ম্যাজিস্ট্রেট দীপময় ঠাকুরিয়া ও ডিএসপি এজে বরুয়া ঘটনাস্থলে রয়েছেন৷ আন্দোলনকারীদের সঙ্গে তাঁরা কথা বলতে চান৷ কিন্তু অবরোধে সামিল জনতা তাঁদের সঙ্গে কথা বলতে নারাজ৷ জেলাশাসক লায়া মাদ্দুরি এলেই কথা হবে, নইলে তারা রাস্তাতেই দাঁড়িয়ে থাকবেন, জানিয়ে দেন ম্যাজিস্ট্রেট ঠাকুরিয়াকে৷