Barak UpdatesCulture

ছন্দনীড়ের অনুষ্ঠানে আসর মাতিয়ে তোলেন শিল্পীরা
Artists enthrall audience in Chhandanid’s programme

১০ জানুয়ারিঃ ছন্দনীড় সংগীত শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় বার্ষিক অনুষ্ঠান হল বঙ্গভবনে। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বর্ণালী চৌধুরী, অন্যতম অতিথি আমন্ত্রিত নৃত্য প্রশিক্ষক রিতেশ কুমার শর্মা, প্রতিষ্ঠানের অধ্যক্ষা পম্পি চক্রবর্তী, সভানেত্রী ডা: জুরি শর্মা, সহ-সভানেত্রী নীলাঞ্জনা চক্রবর্তী প্রমুখ। স্বাগত ভাষণে পম্পি চক্রবর্তী বলেন শুধু বরাকে নয়, দেশ-বিদেশে বরাকের কত্থক প্রতিভা ছড়িয়ে দেওয়াই ছন্দনীড়ের মূল উদ্দেশ্য। মুখ্য অতিথি স্বর্ণালী চৌধুরীর কথায়, আগের তুলনায় নৃত্যের প্রতি  আগ্রহ বেড়েছে শিক্ষার্থীদের। এই বিষয়ে হয়েছে নতুন সংযোজনও। আর  ছন্দনীড় সময়ের চাহিদাকে  সামনে রেখেই প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। সভানেত্রী ডা: জুরি শর্মার উপস্থিতি ও সহযোগিতার জন্য প্রত্যেক নৃত্যররসিকদের ধন্যবাদ জানান।

সান্ধ্য আয়োজনের দ্বিতীয় পর্বে ছন্দ-তালে আসর মাতিয়ে তোলেন শিল্পীরা। একে একে প্রতিষ্ঠানের শিল্পীরা তো ছিলেনই। পাশাপাশি পম্পি চক্রবর্তী ও রিতেশ শর্মার  একক নৃত্য নৃত্যরসিকদের প্রাণ ছুঁয়ে নেয়। বেশ কয়েকটি কম্পোজিশন উপস্থাপন করেন পম্পি। তাছাড়া, অনুষ্ঠানে মেঘা দাসের পরিচালনায় সঙ্গীত পরিবেশন করে কচিকাঁচারা। নজরুল নৃত্য, শিববন্দনা সহ ছিল গুচ্ছ নৃত্য। কর্মশালায় অংশ নেওয়া প্রশিক্ষার্থীদেরও অনুষ্ঠান ছিল। পরিচালনা করেন রিতেশ কুমার শর্মা। মেয়ে জ্ঞানশ্রী দাসকে হারমোনিয়াম সংগতকার নিয়ে তবলা লহরা বাজিয়ে শোনান পণ্ডিত সঞ্জয় প্রকাশ দাস।

English text here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker