Barak UpdatesBreaking News
ক্যান্সার হাসপাতালকে ৫০ হাজার দিলেন প্রবীণ শিক্ষিকাRetired teacher donates Rs.50,000 to Cachar Cancer Hospital
১৪ জানুয়ারি : শিলচর অম্বিকাপট্টির প্রবীণ নাগরিক ও সরকারি বালিকা উচ্চতর বহুমুখী বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা ইভা দত্ত কাছাড় ক্যান্সার হাসপাতাল সোসাইটিকে ৫০,০০১ টাকা দান করলেন। নিঃসহায় গরিব রোগীদের চিকিৎসা খাতে তিনি এই অর্থ দান করেন। সোসাইটির পরিচালন সমিতির অন্যতম সদস্য নীহারেন্দু পুরকায়স্থ ও অধ্যাপক দিলীপ কুমার দে’কে বাড়িতে আহ্বান করে এই চেকটি তিনি তুলে দিয়েছেন।
দত্ত পরিবারের অন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুত্র অংশুমান দত্ত, দেবর হরিদাস দত্ত ও জা অলকা দত্ত প্রমুখ। উল্লেখ্য, এই পরিবারের সদস্যরা এর আগেও ক্যান্সার হাসপাতালে দান করেছেন।
ইভা দত্তের কন্যা ও হরিদাস দত্তের ভ্রাতুষ্পুত্রী দেবশ্রী সুদূর আমেরিকা থেকে নিয়মিত অর্থ দান করে আসছেন। উল্লেখ্য, কাছাড় ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্র একটি বেসরকারি অলাভজনক সেবা প্রতিষ্ঠান। হাসপাতাল পরিচালনার জন্য কেন্দ্র বা রাজ্য সরকার থেকে কোনও নিয়মিত অনুদান না পাওয়ায় জনগণের সাহায্যের উপর এই প্রতিষ্ঠানের সেবা প্রদান নির্ভরশীল।
Also present during the event were Angshuman Dutta, the son of Ibha Dutta, Haridas Dutta, Aloka Dutta among others. It needs mention here that the family has donated money to the Cancer hospital on earlier occasions also.