Barak UpdatesBreaking News
রোজকান্দি বাগানে ১৪৪ ধারায় নানা নিষেধাজ্ঞা
Restrictions imposed under Section 144 at Rosekandy

২৫ জুনঃ রোজকান্দি চা বাগানের সমস্যা মিটছে না। মালিক, শ্রমিক উভয় গোষ্ঠীর অনড় মনোভাবের দরুন বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা ক্রমে বাড়ছে। আশঙ্কায় ভুগছে জেলা প্রশাসনও। তাই কাছাড়ের জেলাশাসক লায়া মাদ্দুরি ভারতীয় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন l
ওই নিষেধাজ্ঞায় জানানো হয়েছে, রোজকান্দি বাগান এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ করা যাবে না l কোন প্রকার জনসভা বা মিছিল করা যাবে না। লাউড স্পিকার ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা জারি করেছেন জেলাশাসক। তবে স্কুলের ছাত্র-ছাত্রীদের স্কুলে আসা-যাওয়ার ক্ষেত্রে এবং চা শ্রমিকদের ফ্যাক্টরিতে বা কাজে আসা-যাওয়ার ক্ষেত্রে, ওই এলাকার মানুষের স্বাস্থ্য বা রেশন ইত্যাদি আনা-নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না বলেও জানানো হয়েছে।