Barak UpdatesIndia & World Updates

বড়খলার মানিকপুরে কলকাতার সংস্থার ত্রাণ
Relief materials given at Manikpur in Borkhola by an organisation from Kolkata

১ আগস্টঃ নদীর জল কবেই নেমে গিয়েছে। কিছুদিন আগে বন্যার মত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সে কথাও ভুলে গিয়েছেন বহু মানুষ। এর মধ্যেও ব্যতিক্রম রয়েছে। বড়খলার রাজনগর পঞ্চায়েতের দক্ষিণ মানিকপুরের মানুষ এখনও বন্যায় ভুগছেন। এতটাই জল জমে রয়েছে যে,  ছোট নৌকোই তাদের চলাচলের একমাত্র ভরসা। এ বার তাদের পাশে দাঁড়িয়েছে কলকাতার ঘুলঘুলি সংস্থা।

স্থানীয় এনজিও উদয়ের পথে এবং ডে কেয়ার ফাউন্ডেশনকে সঙ্গে নিয়ে গত রবিবার বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করে। খাবার-দাবার, কাপড়-চোপড়, স্যানিটারি ন্যাপকিন সহ বহু প্রয়োজনীয় জিনিসপত্র তাঁরা গ্রামের মানুষদের হাতে তুলে দেন। ঘুলঘুলি সংস্থার পক্ষে বার্বি দে ও বিমল দে নৌকো চেপেই প্রত্যন্ত দক্ষিণ মানিকপুরে যান। বন্যার্তদের সঙ্গে কথা বলেন। আগামী দিনে আরও সাহায্যের আশ্বাস দেন। দে কেয়ার ফাউন্ডেশনের উপস্থিত ছিলেন দেবলীনা দে ও প্রিয়াঙ্কা দে। উদয়ের পথে-র সচিব অমিতাভ দে, সুমন দেব, পিংকি দাস, অমিত অধিকারী, নবজ্যোতি দে, নিরূপম দে প্রমুখ এই ত্রাণ শিবির বিতরণ কর্মসূচির জন্য অনুঘটকের কাজ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker