Barak UpdatesBreaking News
শিলচরে রিলায়েন্সের সাইনবোর্ডও অসমিয়ায়!Reliance Jewels showroom at Silchar writes its signboard in Assamese!
১ ডিসেম্বরঃ সরকারি বিভাগগুলির সঙ্গে বেসরকারি তথা করপোরেট হাউসগুলিও শিলচরে অসমিয়ায় সাইনবোর্ড করেন। শহর জুড়ে বিভিন্ন সময় বিভিন্ন হোর্ডিং বাংলায় না করে অসমিয়ায় করতে দেখা যায়। নতুন সংযোজন হল রিলায়েন্স। শিলচরে উল্লাসকর দত্ত সরণিতে তারা জুয়েলারি শো রুম করছে।
বাঙালিপ্রধান এলাকায় বাঙালি গ্রাহকদের টানা মুখ্য উদ্দেশ্য হলেও বিশাল যে সাইনবোর্ড দোকানের সামনে তৈরি করা হয়েছে, রহস্যজনকভাবে সেটি অসমিয়ায় লেখা। ব-র পেট কেটে র তৈরি করা হয়েছে। তাতে একাংশ শহরবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাদের কথায়, যে কোনও ব্যবসায়ী বাংলার সঙ্গে অসমিয়া বা অন্য কোনও ভাষায় সাইনবোর্ড, ব্যানার, হোর্ডিং করতেই পারেন, কিন্তু বাংলাকে বাদ দিয়ে কেন ! তাঁরা মনে করেন, বাংলার প্রতি এ এক ধরনের অবজ্ঞা প্রকাশই।