Barak UpdatesHappeningsBreaking News
নির্বাচনের কাজে নিযুক্ত সরকারি কর্মী-আধিকারিকদের ছুটি বাতিলLeave of all employees engaged in poll process cancelled
২৮ ফেব্রুয়ারি: নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ভোটের কাজে নিযুক্ত সরকারি অফিসার-কর্মীদের ছুটি মিলবে না৷ জেলা নির্বাচন অফিসার হিসাবে জেলাশাসক কীর্তি জল্লি এই আদেশ জারি করেছেন৷ তাতে বলা হয়েছে, তাঁর কার্যালয়ের অনুমোদন ব্যতীত কোনও ছুটি মঞ্জুর ও অনুমোদন দেওয়া হবে না। মেডিকেল গ্রাউন্ডে ইতিমধ্যে অনুমোদিত ছুটি ব্যতীত সব ধরণের ছুটি বাতিল হয়েছে৷ বাতিল হয়েছে সিসিএল ছুটিও৷ যাদের ছুটি মঞ্জুর করা হয়েছিল, তাৎক্ষনিকভাবে তাদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন।
Feb. 28:
In connection with the smooth conduct of ensuing assembly election, 2021, no leave will be granted and sanctioned without the approval of the office of the District Election Officer and Deputy Commissioner, Cachar till the election process is over. Issuing a letter to this effect here on Wednesday, District Election Officer and Deputy Commissioner Keerthi Jalli stated that all sorts of leave, earned leave on private ground, CCL, except leave on medical ground already or sanctioned earlier stands cancelled and the staff and the officer who have been already granted are directed to join for their duties forthwith. This was stated in a press release issued from DDIPR office, Silchar,Assam.