India & World UpdatesAnalyticsBreaking News

১ সেপ্টেম্বর থেকে নতুন ট্রাফিক বিধি, জরিমানা বাড়ছে কয়েকগুণ
New Traffic Regulations to be effective from 1 September, fine increased manifold

২৬ আগস্ট : সংশোধিত মোটর ভেহিক্যালস আইন কার্যকরী হচ্ছে আগামী ১ সেপ্টেম্বর থেকে। ট্র্যাফিক বিধি লঙ্ঘনের ক্ষেত্রে আর্থিক জরিমানার পরিমাণও ওই দিন থেকে কয়েকগুণ বেশি গুণতে হবে। আইনের ৬৩ ধারায় বেশ কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে। সংশোধিত আইন অনুযায়ী, কোনও জরুরি পরিষেবা প্রদানকারী গাড়িকে রাস্তা ছাড়তে ব্যর্থ হলে জরিমানার পরিমাণ বাড়িয়ে করা হয়েছে ১০ হাজার টাকা। আগে এই জরিমানা ছিল ২ হাজার টাকা। যোগ্যতা হারানো কোনও চালক গাড়ি চালালেও ১০ হাজার টাকার জরিমানা হতে পারে। মদ্যপ অবস্থায় গাড়ি চালালে ১০ হাজার টাকার জরিমানা হতে পারে।

Rananuj

অন্যান্য বিধি নিষেধের মধ্যে রয়েছে, কানে মোবাইল ফোনে কথা বলার সময় গাড়ি চালালে জরিমানার পরিমাণ ৫ হাজার টাকা। আগে এ ক্ষেত্রে এক হাজার টাকা জরিমানা করা হতো। ক্রসিংয়ে লাল সিগন্যাল না মেনে গাড়ি চালালে জরিমানা ৫০০ থেকে বেড়ে ৩ হাজার টাকা করা হয়। গাড়ির গতির ঊর্ধ্বসীমা না মানলে জরিমানা ১-২ হাজার টাকা। আগে এই জরিমানা ছিল ৪০০ টাকা।

 

কোনও নাবালক গাড়ি চালালে জরিমানার পরিমাণও বেড়েছে। এ ক্ষেত্রে গাড়ির মালিকের জরিমানা ধার্য হয়েছে ২৫ হাজার টাকা। ড্রাইভিং লাইসেন্স সঙ্গে না রেখে গাড়ি চালালে জরিমানা ৫ হাজার টাকা। বিমার কাগজের প্রত্যায়িত কপি গাড়িতে না রেখে রাস্তায় বের হলে জরিমানা ২ হাজার টাকা। সিট বেল্ট না বেঁধে গাড়ি চালালে জরিমানা এক হাজার টাকা।

অন্যদিকে, গাড়িতে ওভার লোডিং করলে ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা আদায় করার বিধান রয়েছে। দু’চাকার গাড়ি (মোটর বাইক, স্কুটি) আরোহী হেলমেট না পরলে জরিমানা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার টাকা। কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করলে ন্যূনতম জরিমানা ২ হাজার টাকা। তাছাড়া লাইসেন্স নীতি না মানলে সর্বোচ্চ জরিমানা এক লক্ষ টাকা পর্যন্ত। একইসঙ্গে হতে পারে তিন বছরের কারাবাস। প্রসঙ্গত, দুর্ঘটনার ক্ষেত্রে ক্ষতিপূরণ বাড়িয়ে করা হয়েছে ৫ লক্ষ টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker