Barak UpdatesBreaking News
প্রশাসনের নিষেধের জের, পুজোতে লাইট-সাউন্ড দেবেই না সংস্থাReaction of administration’s decision: Association decides not to provide light & sound during Durga Puja
২ সেপ্টেম্বর : কয়েকদিন আগে কাছাড় জেলা প্রশাসন এক নির্দেশে জানিয়ে দিয়েছিল, শিলচরে প্রতিমা নিরঞ্জনের সময় মাইক ও ডিজে সাউন্ড সিস্টেম নিষিদ্ধ থাকবে। এর দু’দিনের মাথায় সোমবার শিলচরের কাছাড় লাইট অ্যান্ড সাউন্ড ওনার্স অ্যাসোসিয়েশন কড়া ভাষায় জানিয়ে দিল যে, এ বার পুজোয় তারা কোনও মণ্ডপে সাউন্ড ও লাইট সরবরাহ করবে না। বাড়ি বা বারোয়ারি দুটো পুজো মণ্ডপের ক্ষেত্রেই তাদের একই সিদ্ধান্ত। এমনকি সরকারি বেসরকারি দু’ধরনের অনুষ্ঠানেই সংস্থা লাইট ও সাউন্ড দেওয়া থেকে বিরত থাকবে। তারা জানিয়ে দেন, এর প্রতিবাদে পথে নেমে আন্দোলন শুরু করবেন।
এ দিন এক সাংবাদিক বৈঠক করে সংস্থার সম্পাদক দীপজয় রায় বলেন, তাদের সংস্থার সদস্যদের সঙ্গে কোনও কথা না বলেই জেলা প্রশাসন পুজোর ভাসানে সাউন্ড সিস্টেম নিষিদ্ধ করে দিয়েছে। অথচ এই পুজোর সময়ই লাইট সাউন্ড ব্যবসায়ীরা রোজগার করেন। এর মাধ্যমে বহু পরিবার খেয়ে-পরে বেঁচে রয়েছে। তাছাড়া প্রশাসন পুজো নিয়ে যে নাগরিক বৈঠকের আয়োজন করেছিল, তাতে আশ্চর্যজনকভাবে লাইট সাউন্ড সংস্থাকে ডাকা হয়নি। তাদের অভিযোগ, সংস্থার সঙ্গে আলোচনা না করে প্রশাসন একতরফাভাবে সিদ্ধান্ত নিয়েছে।
এ দিকে জেলা প্রশাসনের এই সিদ্ধান্তের প্রতিবাদে সংস্থা ৯ সেপ্টেম্বর এক আন্দোলন কর্মসূচি হাতে নিয়েছে। এ দিন শহরের রাস্তায় এক প্রতিবাদী মিছিল বের করা হবে। বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি যাবে জেলাশাসকের কার্যালয়ের সামনে। সেখানে বিক্ষোভ প্রদর্শনের পর অভিযোগের কথা জানিয়ে জেলাশাসককে একটি স্মারকপত্র তুলে দেবে সংস্থা।
Also Read: প্রতিমা নিরঞ্জনে মাইক ব্যবহার নিষিদ্ধ করল প্রশাসন