Barak UpdatesBreaking News

ধর্ষণের অপরাধে ১০ বছরের জেল, হাইলাকান্দিতে চাঞ্চল্য
Rapist awarded 10 years imprisonment

৩ ডিসেম্বরঃ ধর্ষণের অপরাধে এক যুবককে  দশ বছরের  সশ্রম কারাদন্ডে দন্ডিত করল হাইলাকান্দির জেলা আদালত । এ বছরের ২৬ জানুয়ারি  ধর্ষণের ঘটনা ঘটে। দুঃস্থ  পরিবারের এক যুবতী সন্ধ্যারাতে  হাইলাকান্দির রবীন্দ্রমেলা  থেকে ভাড়াবাড়িতে ফিরছিলেন।  এস কে রায় হাসপাতালের পাশে ভাড়া থাকেন তিনি। আচমকা বাড়ির মালিকের ছেলে মঞ্জুর আহমেদ বড়ভুইয়া  তাকে জোর করে গাড়িতে তুলে নেয়। পরে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। এই ঘটনা কাউকে বললে প্রাণে মারা হবে বলে ধারালো অস্ত্র দেখিয়ে হুমকিও দিয়েছিল। ধর্ষিতা যুবতী অবশ্য তাতে ঘাবড়ে না গিয়ে পুলিশে এজাহার দায়ের করেন।

Rananuj

এই ঘটনায় সেই সময় বরাক জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। দাবি উঠেছিল, ধর্ষণকারীর ফাঁসি চাই। পুলিশ মামলাটি নথিভুক্ত করে তদন্তে নামে।  শেষে মঞ্জুরের বিরুদ্ধেই আদালতে কেস ডাযেরি জমা পড়ে। সোমবার হাইলাকান্দির জেলা ও দায়রা বিচারক দেবাশিস ভট্টাচার্য এই ধর্ষণকাণ্ডের রায় শোনান। মনজুর আহমেদ বড়ভূইয়াকে দোষী সাব্যস্ত করে দশ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। সঙ্গে দশহাজার টাকা জরিমানা । অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদন্ড ভুগতে হবে বলে আগেই জানিয়ে রেখেছেন হাইলাকান্দির জেলা ও দায়রা বিচারপতি দেবাশিস ভট্টাচার্য ।

English text here

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker