India & World UpdatesBreaking News
রঞ্জন গগৈর পর প্রধান বিচারপতি এস এ বোবদেRanjan Gogoi recommends Justice S.A. Bobde next Chief Justice
১৮ অক্টোবরঃ রঞ্জন গগৈ তাঁর উত্তরসূরির নাম চূড়ান্ত করে গিয়েছেন। শুক্রবার তিনি এ সংক্রান্ত ফাইলে সিলমোহর লাগানোর নির্দেশ দেন। দেশের পরবর্তী প্রধান বিচারপতি হবেন এস এ বোবদে।
আগামী ১৭ নভেম্বর রঞ্জন গগৈ অবসর নেবেন। রীতি অনুসারে প্রধান বিচারপতিকেই তাঁর উত্তরসূরির নাম স্থির করতে হয়। সেই হিসেবেই তিনি বোবদের কথা লিখিতভাবে কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দিয়েছেন।
উত্তর-পূর্বাঞ্চল থেকে রঞ্জন গগৈই প্রথম প্রধান বিচারপতি হন। গত বছর ৩ অক্টোবর দীপক মিশ্রের কাছ থেকে এই গুরুদায়িত্ব বুঝে নিয়েছিলেন। প্রধান বিচারপতি হিসেবে বোবদে অবশ্য অনেকটা সময় পাবেন। তাঁর অবসর গ্রহণের কথা ২০২১ সালের ২৩ এপ্রিল।
এসএ বোবদে ১৯৭৮ সালে মহারাষ্ট্র বার কাউন্সিলে নিজের নাম লিখিয়েছিলেন। ২০০০ সালে তিনি বোম্বে হাইকোর্টের বিচারপতি হন। ২০১৩ সালে মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন। এ বার হচ্ছেন দেশের ৪৭-তম প্রধান বিচারপতি।