Barak UpdatesBreaking News
ধর্মঘটের সমর্থনে শিলচরের পথে ট্রেড ইউনিয়নের মিছিলRally taken out at Silchar by Trade Unions in support of bandh
৮ জানুয়ারি : দেশব্যপী দু’দিনের শ্রমিক ধর্মঘটের প্রথম দিন মঙ্গলবার শিলচরেও প্রতিবাদ আছড়ে পড়ল। শহরের ক্ষুদিরাম মূর্তির সামনে এ দিন সাধারণ ধর্মঘটে বিভিন্ন ট্রেড ইউনিয়ন গুলোর সদস্যরা সামিল হন।
কেন্দ্র সরকারের শ্রমিক বিরোধী নীতির উল্লেখ করে শহরে এক মিছিল বের করেন তারা। এই প্রতিবাদী মিছিল শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে। মিছিল থেকেই বর্তমান সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে আওয়াজ ওঠে।
এই প্রতিবাদী কর্মসূচি থেকেই বুধবারও একইভাবে সর্বভারতীয় সাধারণ ধর্মঘটে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। বক্তব্য রাখতে গিয়ে শিলচরের ট্রেড ইউনিয়ন নেতা সুপ্রিয় ভট্টাচার্য বলেন, কেন্দ্রের উদারনীতির বিরুদ্ধে সারা ভারতে এই ধর্মঘট সফলতার সঙ্গে পালন করা হয়েছে।
বরাক উপত্যকায়ও শ্রমিক কর্মচারীরা এই ধর্মঘটে সামিল হয়ে সরকারের নয়া অর্থনীতির বিরুদ্ধে উপযুক্ত জবাব দিয়েছেন। তিনি বলেন, সরকারকে বুঝিয়ে দিতে হবে এই দেশটি চলে শ্রমিক, কর্মচারী, সাধারণ মানুষ ও কৃষকদের দ্বারা। এটি কর্পোরেট দেশ নয়। এই ধর্মঘটে দেশের ৪৮ কোটি শ্রমিক কর্মচারী পথে নেমেছেন। তিনি শ্রমিক কর্মচারীদের ১২ দফা দাবির প্রতি সরকারকে নজর দেওয়ার দাবি জানান।