Barak Updates

সাংবাদিক পিটিয়ে ধৃত কনস্টেবলকে চাকরি থেকে অপসারণের দাবি, শিলচরে ধরনা-মিছিল
Rally & protest demonstration held for physically assaulting a journalist by a constable, demand raised to terminate him

২৩ জুলাইঃ ধৃত কনস্টেবল রাজেশ শুক্লবৈদ্যকে চাকরি থেকে অপসারণের দাবি তুললেন শিলচরের সাংবাদিকরা। রবিবার রাতে হাইলাকান্দিতে সাংবাদিক রাজেশ দাসকে বেধড়ক লাঠিপেটা করে রাজেশ শুক্লবৈদ্য। প্রতিবাদে মঙ্গলবার শিলচরের সাংবাদিকরা প্রথমে  জেলাশাসকের কার্যালয়ের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখান।

পরে সেখান থেকে মিছিল করে যান দক্ষিণ অসম রেঞ্জের ডিআইজি অফিসে। ডিআইজি প্রশান্তকুমার দত্তের সঙ্গে সাক্ষাত করে তাঁরা স্বরাষ্ট্র দফতরের দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি পাঠান। তাতে শুক্লবৈদ্যকে চাকরি থেকে বরখাস্তের দাবি জানান। সাংবাদিকদের বক্তব্য, এনআরসি ভেরিফিকেশনের সময় ঘুষ দাবি করে চাকরি থেকে সাসপেনশনেই তার চরিত্র স্পষ্ট ধরা পড়ে। এর ওপর, সেই সংবাদ প্রচারের জন্য সাংবাদিককে প্রাণে মারার চেষ্টার পর শুক্লবৈদ্যকে আর পুলিশে রাখা যায় না। নইলে যে কোনও সময় আরও বড় কুকাণ্ড ঘটিয়ে অসম পুলিশের সুনাম ধুলোয় মিশিয়ে দেবে।

ডিআইজি দত্ত বলেন, ঘটনাটি দুঃখজনক। সাংবাদিককে অত্যন্ত বাজেভাবে পেটানো হয়েছে। ওই কনস্টেবলের অতীত রেকর্ডও ভাল নয়। সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। বিভাগীয় উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সবকিছু পাঠানো হবে। তিনি আশ্বস্ত করেন, কনস্টেবল রাজেশ শুক্লবৈদ্যর কড়া ব্যবস্থাই নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker