Barak UpdatesBreaking News

বিজ্ঞানমনস্ক পড়ুয়াদের পথ পরিক্রমা শিলচরে
Rally conducted for spread of scientific temperament

৯ আগস্ট : ‘ইন্ডিয়া মার্চ ফর সায়েন্স’র আহ্বানে শুক্রবার শিলচরে বিজ্ঞানমনস্ক পড়ুয়ারা পথ পরিক্রমা করেন। রাঙ্গিরখাড়ি থেকে শুরু হয় পথচলা। এরপর শহিদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এসে শেষ হয়। এখানেই হয় সমাবেশ। বিজ্ঞানের দাবি নিয়ে মিছিলে সামিল প্রত্যেকের হাতে প্ল্যাকার্ড ছিল। এতে ছিল নানা স্লোগান ও দাবির বয়ান। শিক্ষা খাতে জিডিপি’র ১০% খরচ করতে হবে, মৌলিক গবেষণার খাতে জিডিপি’র ৩% বরাদ্দ করতে হবে, অবৈজ্ঞানিক চিন্তা, কার্যক্রম ইত্যাদির প্রচার ও প্রসার করা চলবে না, ভারতের সংবিধানের ৫১(ক) ধারায় দেশে বৈজ্ঞানিক চিন্তাধারার বিকাশ ঘটাতে হবে, বৈজ্ঞানিক চিন্তাধারাকে ভিত্তি করে রাষ্ট্রনীতি গ্রহণ করতে হবে ইত্যাদি দাবি উত্থাপন করা হয়।

Rananuj

এই পথচলার শুরুতে বক্তব্য রাখেন এনআইটি’র গবেষক পার্থসারথি দেব। আসাম বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের শিক্ষিকা ঊর্বর্শী সরকার, রামানুজ কলেজের পদার্থ বিজ্ঞানের শিক্ষক সৌম্যদীপ দেব, আসাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলোজির গবেষক এএসএম ইসলাম হক লস্কর, পিপলস সায়েন্স সোসাইটির কৃষাণু ভট্টাচার্য প্রমুখ মতামত প্রকাশ করেন। তাঁরা বলেন, বিজ্ঞানের মৌলিক গবেষণায় অর্থ মঞ্জুরি দিন দিন কমিয়ে দেওয়া হচ্ছে। অবৈজ্ঞানিক চিন্তাকে সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের প্রচার করায় কুসংস্কার ও অন্ধবিশ্বাস ছড়িয়ে পড়েছে। যার পরিণতিতে মানুষ মানুষকে হত্যা করছে।

এছাড়াও বৈজ্ঞানিক পদ্ধতি গ্রহণ না করার ফলে পরিবেশ দূষণ বাড়ছে, শিলচর শহরেও প্লাস্টিকের ব্যবহার সমস্যাকে বাড়িয়ে তুলছে। এই মার্চ ফর সায়েন্সে শহরের বিভিন্ন কলেজের ছাত্রছাত্রী ছাড়াও উপস্থিত হন এনআইটি, আসাম বিশ্ববিদ্যালয়ের গবেষক ও বিজ্ঞান প্রেমিক জনগণ। এ দিন বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন নির্মলকুমার দাস, কমল চক্রবর্তী, পিংকি দে, ফারুক লস্কর, আদিমা মজুমদার প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker