Barak UpdatesBreaking News
বিজেপিতে যোগ দিলেন রাজেশ সিনহাRajesh Sinha joins BJP
বঞ্চনা থেকেই দল ছেড়েছেন, খোলামেলা বলেন তিনি। জানান, পশ্চিম শিলচর আসনে দলের টিকিট চেয়েছিলাম। অন্তত একজন বিষ্ণুপ্রিয়া মণিপুরিকে প্রার্থী করতে জোরালো আবেদন জানাই। কিন্তু লাভ হয়নি। তাঁর প্রশ্ন, ৩০ বছর ধরে মনেপ্রাণে কংগ্রেস করে এই বুঝি প্রাপ্য ! তাঁর কতটা জনসংযোগ, এ বার বুঝিয়ে দেবেন বলে চ্যালেঞ্জের সুরে জানিয়ে রাখেন রাজেশবাবু। বলেন, শুধু তিনিই নন, বিজেপিতে আজই নাম লিখিয়েছেন তাঁর অন্তত ৫০ অনুরাগী। দুয়েকদিনের মধ্যে সংখ্যাটি ৩০০ ছাড়াবে, দাবি করেন তিনি।
দিলীপবাবুর কথায়, রাজেশবাবু ভদ্র, সজ্জন মানুষ। তাই কংগ্রেসিদের সঙ্গে খাপ খাওয়াতে পারেননি। অতিষ্ঠ হয়ে দলত্যাগ করেছেন। তাঁর দাবি, তাতে বিজেপির শক্তি অনেকটাই বাড়বে।
এ দিকে, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থরঞ্জন চক্রবর্তী বলেন, কত বড় বড় নেতা কংগ্রেস ছেড়ে বেরিয়ে গিয়েছেন। কোনওকালে দলের কোনও ক্ষতি হয়নি।
Speaking to newsmen, Mr. Sinha said that he has left Congress because of being unheard by the party leaders. He further stated that Congress turned a deaf ear to his request of giving ticket to atleast one Bishnupriya Manipuri candidate during the ensuing panchayat polls. He regretted for serving a party for 30 long years which fails even to respect the party members. He said that very soon around 300 supporters of the Congress will enlist themselves with BJP.
On the otherhand, reacting to this incident, Partha Ranjan Chakraborty, General Secretary of Cachar District Congress said that so many big leaders have left Congress for their personal gains, but that has failed to have any adverse effect on the party.