Barak UpdatesAnalyticsBreaking News

Rajdeep Roy speaks on dubious role of Congress & its changing stand on citizenship
নাগরিক সভায় নাগরিকত্ব আইন নিয়ে অভয় দিলেন রাজদীপ

১৩ জানুয়ারি : নাগরিকত্ব আইন নিয়ে এক বিশেষ নাগরিক সভার আয়োজন করল বিজেপি। এই সভায় প্রধান বক্তা হিসেবে সাংসদ ডাঃ রাজদীপ রায় নাগরিকত্ব আইন নিয়ে জনগণকে যেমন বুঝালেন, তেমনি কংগ্রেস নেত্রী সুস্মিতা দেবকে সরাসরি বিতর্কে বসার আহ্বান জানালেন।

তিনি কংগ্রেসের দিকে তির ছুড়ে বলেছেন, নাগরিকত্ব আইন নিয়ে কংগ্রেস জনগণকে ভুলপথে পরিচালিত করছে। ভোটব্যাঙ্ক কেন্দ্রীক রাজনীতি করতে গিয়ে বোঝানো হচ্ছে, এই আইনে মুসলিমরা মোটেই সুরক্ষিত নন। এই আইনের মাধ্যমে মুসলিমদের নাগরিকত্ব হরণ করা হবে। বাস্তবে যে আইনের মাধ্যমে কারোর নাগরিকত্ব হরণ করার কোনও বিষয় নেই, তা এ দিন খোলাসা করেন রাজদীপ।

তাঁর দীর্ঘ ভাষণে ভুমিপুত্র প্রসঙ্গও এসেছে। তিনি বলেন, ধর্মের কারণে নির্যাতনের শিকার হয়ে যারা প্রতিবেশী বাংলাদেশ থেকে ভারত ভূ-খণ্ডে এসেছেন, তাঁরা এখানকার ভূমিপুত্র। তাঁর কথায়, ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে মাত্র কয়েক কিলোমিটার দূরে এসে কেউ বসবাস করলে তিনি ভুমিপুত্র হবেন না কেন? রাজদীপ এ দিন নাগরিকত্ব আইনের বিভিন্ন দিক নিয়েও বক্তব্য রেখেছেন।

বিজেপি ব্লক মণ্ডল ও শহর মণ্ডল কমিটির যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এই নাগরিক সভায় বক্তব্য রাখেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থও। তিনিও নাগরিকত্ব আইনের সুফল নিয়ে আলোচনা করেন। পাশাপাশি এই আইনটি নিয়ে কাউকে অযথা শঙ্কিত না হওয়ারও আবেদন জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker