SportsBreaking News
বৃষ্টির দরুন ম্যাচ স্থগিত, সেমি ফাইনালের বাকিটা বুধবারRain plays spoil sport, rest of the match to be continued on Wednesday
৯ জুলাইঃ ম্যাঞ্চেস্টারে বৃষ্টির দরুন এক ঘণ্টারও বেশি সময় ধরে খেলা বন্ধ থাকে। কিন্তু বৃষ্টি থামার লক্ষণ নেই দেখে খেলা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার রিজার্ভ ডে-তে গড়াল বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। মঙ্গলবার নিউজিল্যান্ড ইনিংসের ৪৬.১ ওভারে বৃষ্টি নামে। তখন কিউয়িদের রান ৫ উইকেটে ২১১। এ দিন যেখানে খেলা শেষ হয়েছিল, সেখান থেকেই খেলা শুরু হবে বুধবার বিকাল তিনটায়।
এ দিন ভারতীয় বোলাররা শুরু থেকেই দাপট দেখান। শুরুতেই উইকেট তুলে নিয়ে চাপ তৈরি করেছিলেন কিউয়িদের উপরে। এ দিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
কিন্তু ইনিংসে প্রথম ধাক্কা দেন বুমরা। তাঁর বলে মার্টিন গাপ্তিলকে দ্বিতীয় স্লিপে ধরেন কোহালি। কিউয়িদের রান তখন মাত্র ১।
নিকোলস ও উইলিয়ামসন জুটিতে ৬৮ রান করার পরে জাডেজার ঘূর্ণিতে ফিরতে হয় নিকোলসকে (২৮)। নিউজিল্যান্ড অধিনায়ক অন্য দিকে দাঁত কামড়ে পড়ে থেকে ইনিংস গড়ার কাজ করেন। উইলিয়ামসন দ্রুত গতিতে রান তোলার মতো ব্যাটসম্যান নন। এ দিন ৯৫ বলে ৬৭ রান করে চহালের বলে ফেরেন উইলিয়ামসন। রস টেলর ৬৭ রানে অপরাজিত থেকে যান। বুমরা, পাণ্ডিয়া, ভুবি, জাডেজা ও চহাল একটি করে উইকেট নেন। তার পরেই ম্যাঞ্চেস্টার জুড়ে শুধু বৃষ্টি আর বৃষ্টি।