India & World UpdatesAnalyticsBreaking News
Railways plan to make isolation ward in train compartmentsএবার ট্রেনের কামরায় হবে আইসোলেশন ওয়ার্ড, পরিকল্পনা রেলের
২৬ মার্চ : করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করতে ক্যাবিন ও কোচ দেওয়ার পরিকল্পনা নিয়েছে ভারতীয় রেল। বুধবার রেলমন্ত্রীর সঙ্গে রেল বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব, প্রতিটি জোনের জেনারেল ম্যানেজার ও ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারদের এক বৈঠকে এ ব্যাপারে আলোচনা হয়েছে।
একটি সূত্রে জানা গেছে, করোনা আক্রান্ত রোগীদের জন্য পর্যাপ্ত আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করতেই খালি থাকা কোচগুলোকে ব্যবহারের চিন্তাভাবনা করছে রেল। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্যাবিনেট বৈঠকে মন্ত্রীদের দেশের বর্তমান পরিস্থিতিতে চিকিৎসা পরিষেবা বাড়ানোর নতুন উদ্ভাবনী প্রক্রিয়া খুঁজে বের করার অনুরোধ জানিয়েছিলেন। এর প্রেক্ষিতেই নতুন এই পরিকল্পনা হাতে নিয়েছে রেল দপ্তর।
প্রাপ্ত সূত্রে জানা গেছে, রেলের কোচগুলোকে আইসোলেশন ওয়ার্ড হিসেবে ব্যবহার করলে পুরো ট্রেনটি হয়ে যাবে ছোটখাটো একটি হাসপাতাল। এর পাশাপাশি বিভাগ বিভিন্ন হাসপাতালে বেড, স্ট্রেচার, আইভি স্ট্যান্ড, ভেন্টিলেটর ইত্যাদি দেওয়ার ব্যবস্থাও করছে। প্রসঙ্গত, রেল বিভাগ গোটা দেশজুড়ে লকডাউনের প্রেক্ষিতে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সমস্ত ট্রেন বাতিল করে দিয়েছে। তবে এই সময়ের মধ্যে মালগাড়িগুলো চলাচল করছে।