India & World UpdatesBreaking News

বিয়ের কার্ডে রাফালে ইস্যু, অভিনব আমন্ত্রণ দম্পতির
Rafale issue in wedding card, unique invitation by a couple

২২ জানুয়ারি : আসলে কার্ডটি একটি বিয়ের আমন্ত্রণপত্র, কিন্তু ভালভাবে লক্ষ না করলে কারও এটিকে রাফালে নিয়ে বিজেপির প্রচারপত্র বলেই মনে হবে। এমনকি বিয়ের এই কার্ডে স্পষ্টভাবে লেখা রয়েছে, ‘শান্ত থাকুন, নরেন্দ্র মোদিতে আস্থা রাখুন’। খুব স্বাভাবিকভাবেই এমন কার্ড হাতে পেলে আপনার চোখ কপালে উঠবে। আর এতো সুন্দর কার্ড দেখে প্রধানমন্ত্রীও কি চুপ করে বসে থাকতে পারেন? প্রধানমন্ত্রী এই হবু দম্পতিকে চিঠি লিখে জানালেন, তাঁদের এই আমন্ত্রণপত্র তাঁকে আরও কাজ করার অনুপ্রেরণা জোগাচ্ছে।

গুজরাটের এই হবু দম্পতি যুবরাজ ও সাক্ষী। মঙ্গলবার অর্থাৎ ২২ জানুয়ারি তাঁদের বিয়ে। এই বিয়ের জন্য যে আমন্ত্রণপত্র তারা তৈরি করেছেন, তাতে অভিনব উদ্যোগ নিয়েছেন। কার্ডের একদিকে লিখেছেন নিজেদের পরিচয় ও আমন্ত্রণ, এবং অন্যদিকে রাফালের ছবি দিয়ে তাঁর সম্পর্কে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে। গত কিছুদিন ধরে রাফালে যুদ্ধ বিমান কেনা নিয়ে ভারতের রাজনীতি সরগরম হওয়াতেই বোধহয় বিষয়টি তাঁদের বিয়ের আমন্ত্রণপত্রে তুলে এনেছেন। তবে পুরো বিষয়টি প্রধানমন্ত্রী মোদি বা সরকারের পক্ষেই রয়েছে, বরং রাফালে কেনা নিয়ে প্রতিবাদ করায় কংগ্রেস ও রাহুল গান্ধীর দিকে কটাক্ষ করা হয়েছে আমন্ত্রণপত্রে।

এদিকে, বিয়ের এই অভিনব আমন্ত্রণপত্রের জন্য প্রধানমন্ত্রী মোদির পক্ষ থেকেও চিঠি এসেছে যুবরাজ ও সাক্ষী পোখারনার কাছে। প্রধানমন্ত্রী চিঠিতে লিখেছেন, ‘পোখারনা পরিবারকে আমার আন্তরিক অভিনন্দন। যুবরাজ ও সাক্ষীর বিয়ের অনুষ্ঠান আনন্দময় হয়ে উঠুক। তাঁদের পাঠানো কার্ডটি আমার নজরে এসেছে। কার্ডের এই অভিনবত্ব দেশের প্রতি তাঁদের গভীর ভালবাসাকেই তুলে ধরেছে। তাঁদের এই আমন্ত্রণপত্র আমাকে আরও কঠোর পরিশ্রম করার জন্য অনুপ্রাণিত করেছে। তাঁদের দু’জনের সুন্দর জীবন কামনা করি।‘ চিঠির নিচে প্রধানমন্ত্রীর নাম লেখা ও স্বাক্ষর রয়েছে। প্রধানমন্ত্রী ই-মেলে তাঁদের এই চিঠিটি পাঠিয়েছেন। স্বভাবতই প্রধানমন্ত্রীর চিঠি পেয়ে নব দম্পতি উচ্ছ্বসিত।

এই অভিনব বিয়ের আমন্ত্রণপত্রটি কয়েকদিন আগে টুইট করেছেন কর্নাটকের বিজেপি সাংসদ শোভা কারান্ডলাজে। তিনি এতে লিখেছেন, এই কার্ডে তাঁদের রাজনৈতিক পছন্দ স্পষ্ট। রাফালে নিয়ে মোট ৯টি তথ্য জানানো হয়েছে আমন্ত্রণপত্রে। রয়েছে যুদ্ধবিমানের ছবিও। এর মধ্যে কয়েকটি হল, ১১ বছরে কংগ্রেস দেশে রাফালে বিমান আনতে পারেনি। সুপ্রিম কোর্ট রাফালে চুক্তিকে ক্লিনচিট দিয়েছে। অস্ত্র সহ বিমান ও সাধারণ বিমানের মধ্যে দামের পার্থক্য নিয়ে বোকারাও প্রশ্ন করবে না। কংগ্রেস যে দামের কথা উল্লেখ করেছে, তার কোনও তথ্যভিত্তিক প্রমাণ তাঁদের কাছে রয়েছে কি? এমনকি কার্ডে লেখা রয়েছে যে, বিজেপির জন্য নমো অ্যাপসে আপনারা যা আশীর্বাদ করবেন, তা-ই হবে আমাদের কাছে বিয়ের উপহার স্বরূপ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker